হাতে স্যালাইন, ওষুধের চ্যানেল! অ্যাম্বুল্যান্সে চেপে আজ বিধানসভায় যাবেন ফিরহাদ

হাতে স্যালাইন, ওষুধের চ্যানেল! অ্যাম্বুল্যান্সে চেপে আজ বিধানসভায় যাবেন ফিরহাদ

firhad hakim

কলকাতা: গত সোমবার রাত থেকে হাসপাতালে ভর্তি তিনি৷ চলছে স্যালাইন৷ এরই মধ্যে আজ, শুক্রবার বিধানসভায় যাওয়ার কথা রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিমের। জানা যাচ্ছে, হাসপাতাল থেকেই সোজা বিধানসভায় নিয়ে যাওয়া হবে তাঁকে। আজ বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে পুর বিষয়ক দফতরের একটি বিল পেশ হওয়ার কথা। সেই বিলের আলোচনায় অংশ নিতেই বিধানসভায় যাবেন ববি হাকিম। বিলের উপর জবাবি ভাষণও দিতে পারেন বিধায়ক৷ 

সূত্রের খবর, হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্সে করে বিধানসভায় নিয়ে যাওয়া হবে ফিরহাদ হাকিমকে। তাঁর হাতে স্যালাইন রয়েছে, ওষুধ দেওয়ার জন্য চ্যানেলও করা রয়েছে। ওই অবস্থাতেই বিশেষ অ্যাম্বুল্যান্সে করে তিনি বিধানসভায় আসবেন৷ দুপুর দেড়টা নাগাদ পৌঁছবেন সেখানে। দুপুর ১.৪৫ মিনিট নাগাদ বিল পেশ হওয়ার কথা৷ এর পর আলোচনায় অংশ নেবেন তিনি৷ ঘণ্টা দেড়েকের মধ্যে ফের হাসপাতালে চলে যাবেন ফিরহাদ হাকিম। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 15 =