নারদ কাণ্ডে ‘গ্রেফতার’ ফিরহাদ হাকিম, CBI দফতরে সুব্রত, মদন, শোভন

নারদ কাণ্ডে ‘গ্রেফতার’ ফিরহাদ হাকিম, CBI দফতরে সুব্রত, মদন, শোভন

05e30bad07f77fbf47c569867262b648

কলকাতা:  নারদ মমলায় ‘গ্রেফতার’ মন্ত্রী ফিরহাদ হাকিম৷ সোমবার সকালে প্রাক্তন মেয়রের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ বাড়ির ভিতরে ঢুকে পড়ে সিবিআই৷ সকাল ৯টা নাগাদ তাঁকে বাড়ি থেকে বার করে সিবিআই দফতরে নিয়ে যাওয়া হয়৷ বাড়ি থেকে বেরনোর সময় মন্ত্রী বলেন, ‘‘আমাকে নারদ মামলায় গ্রেফতার করেছে সিবিআই৷ বিনা নোটিশে গ্রেফতার করা হল৷’’ তিনি আরও জানান, ‘‘স্পিকারের অনুমতি ছাড়া আমাকে গ্রেফতার করা হল৷ আমরা আদালতে দেখে নেব৷’’ 

আরও পড়ুন- লাদাখ ভ্রমণের টাকায় কোভিড আর্তদের সেবা দম্পতির!

প্রসঙ্গত, দিন কয়েক আগে চার্জশিটে সম্মতি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ আজ সকালে ফিরহাদ হাকিমের চেতলার বাড়ি পৌঁছয় সিবিআই৷ এর পরেই তাঁর দাবি, তাঁকে গ্রেফতার করা হয়েছে৷ যদিও সিবিআই-এর দাবি, মন্ত্রী ফিরহাদ হাকিমকে তাঁরা গ্রেফতার করেননি৷ শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে৷ পাশাপাশি এদিন নিজাম প্যালেসে সিবিআই-এর দফতরে নিয়ে যাওয়া হয় রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে৷ তাঁদের সকলকেই নারদ কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ আনা হচ্ছে প্রাক্তন আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকেও৷  

এদিকে আজ ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানা দিতেই বাড়ির বাইরে জড়ো হন তৃণমূল সমর্থকরা৷ তাঁরা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ান৷ এমনকী সিবিআই অফিসারদের গাড়ির সামনেও শুয়ে পড়েন বেশ কয়েকজন৷ পরে ফিরহাদই গাড়ি থেকে নেমে তাঁদের শান্ত করেন৷ এর পর সিবিআই ফিরহাদকে নিয়ে নিজাম প্যালেসের উদ্দেশে রওনা হতেই চেতলা সেন্ট্রাল রোডে বাঁশ ফেলে বিক্ষোভ শুরু করেন তৃণমূলকর্মীরা৷ এদিকে নিজাম প্যালেসে ঢোকার আগে ফিরহাদের আইনজীবী জানান, অ্যারেস্ট মেমোতে ফিরহাদ হাকিমকে দিয়ে সই করানো হয়নি৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *