ফের বিপত্তি! হঠাৎ আগুন বন্দে ভারত এক্সপ্রেসের কোচে, লাফিয়ে নামলেন যাত্রীরা, কারণ নিয়ে ধোঁয়াশা

ফের বিপত্তি! হঠাৎ আগুন বন্দে ভারত এক্সপ্রেসের কোচে, লাফিয়ে নামলেন যাত্রীরা, কারণ নিয়ে ধোঁয়াশা

নয়াদিল্লি: ফের দুর্ঘটনার কবলে বন্দেভারত এক্সপ্রেস৷ আগুন লাগল এই এলিট ট্রেনের একটি কোচে৷ সোমবার সকালে ভোপাল থেকে দিল্লিরগামী বন্দেভারতে ঘটে এই বিপত্তি। আচমকাই একটি সি-১৪ কোচে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে যাত্রীদের নামিয়ে আনা হয়৷ খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী৷ এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনও খবর জানা যায়নি। তবে চলন্ত ট্রেনে আগুন ধরে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অনেকেই ছুটোছুটি শুরু করে দেন৷ সোমবার রানি কমলাপতি স্টেশন থেকে বেরনোর পরই গোলযোগ দেখা দেয়৷ মধ্যপ্রদেশের কুড়ওয়াই কেথোরা এলাকায় ঘটনাটি ঘটে। ফুলকি দিয়ে আগুন বেরতে শুরু করে৷ এর পর  দাউ দাউ করে আগুন ধরে যায় ট্রেনের নীচের অংশে।

রেল সূত্রে খবর, ব্যাটারি বক্স থেকে প্রথমে আগুন বেরতে দেখা যায়। এই ঘটনার পর রেলের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, বন্দে ভারত এক্সপ্রেসের তলায় থাকা ব্যাটারির বাক্সে আগুন দেখা দিয়েছে। দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং আগুন নিভিয়েছেন। ব্যাটারি বক্স থেকে আগুন লাগলেও, কী ভাবে আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে আগুন লাগার ভিডিয়ো ভাইরাল৷ 

এদিন আগুন লাগার পরেই কামরায় আটকে পড়া যাত্রীদেপ মধ্যে আতঙ্ক ছড়ায়৷ তবে সঠিক সময়ে ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় রক্ষা। কুরওয়াই কেঠোরা স্টেশনে  ট্রেন থামিয়ে দেওয়া হয়৷ যাত্রী, ট্রেনের চালক-সহ প্রত্যেককেই নিরাপদে নামিয়ে আনা হয়৷ তবে এই দুর্ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে ভারতের রেল ব্যবস্থা৷ দেশের সেরা ট্রেনে কী করে এমন বিপর্যয় ঘটতে পারে, সেই প্রশ্ন তুলে রেলমন্ত্রীকে নিশানা করেছেন অনেকেই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 17 =