fire
ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি বহুতলে বিধ্বংসী আগুন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টা নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটে৷ ঢাকার একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত বেইলি রোডের একটি সাত তলা ভবনে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা ভবন৷ রাতভর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়৷ তবে এই ঘটনায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে৷ গুরুতর আহত ২২ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
বহুতলে আগুন লেগে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৪০ জন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। শুক্রবার ভোরে, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানান, আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, ওই বহুতল ভবনটির প্রথম তলায় একটি রেস্তোরাঁ রয়েছে৷ সেখানেই প্রথমে আগুন লেগেছিল। সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে উপরের তলগুলিতে৷ উপরের তলে রেস্তোরাঁ এবং একটি পোশাকের দোকান ছিল। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে৷