হোলির সকালে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে অগ্নিকাণ্ড, গুরুতর জখম ১৪ পুরোহিত

হোলির সকালে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে অগ্নিকাণ্ড, গুরুতর জখম ১৪ পুরোহিত

mahakaleshwar temple

কলকাতা: দোল পূর্ণিমায় মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার সকালে ভষ্ম আরতি চলার সময় দুর্ঘটনাটি ঘটে বলে এএনআই সূত্রে খবর৷ এই ঘটনায় প্রধান পুরোহিত-সহ কমপক্ষে ১৪ জন পুরোহিত আহত হয়েছেন৷ তবে কোনও মৃত্যুর খবর এখনও জানা যায়নি৷ 

হোলি উপলক্ষে মধ্য প্রদেশের উজ্জয়িনীতে বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরে বিশেষ পুজোর আয়েজন করা হয়েছিল। ভষ্ম আরতির চলার সময়ে একে অপরের গালে আবির লাগিয়ে দোল উৎসবে মেতে উঠেছিলেন সকলে। সেই সময়ই আচমকা গর্ভগৃহে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তেই গর্ভগৃহে উপস্থিত সকলে প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করে দেন৷ প্রত্যক্ষদর্শীরা জানান, ভস্ম আরতির সময় আগুনে আবির ছোড়ার কারণে আগুনের শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। যে সকল পুরোহিত আরতির কাছে ছিলেন, তাঁরা আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 6 =