বিরাটি: বিরাটিতে অগ্নিকাণ্ড৷ মহাজাতি নগর এলাকায় একটি দোতলা বাড়িতে আগুন লেগে মৃত্যু হল ২ জনের। আগুন লাগার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দলকলে৷ অকুস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের দু’টি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রথামিক ভাবে জানা যাচ্ছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ ওই দোতলা বাড়িটিতে আগুন লাগে বলে পুলিশ সূত্রে খবর।
জানা গিয়েছে, এই ঘটনার সময় ওই বাড়িতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বাবা-মা। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা৷ ওই বাড়ি থেকে দু’জনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন। পরে, তাঁদের দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কী ভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে৷ তবে প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে৷
সূত্রের খবর, বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়ের মা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন। জানা গিয়েছে, বিদ্যুৎবাবু (৫৯) একটি ব্যাঙ্কে কর্মরত ছিলেন। তাঁর বাবার বয়স ছিল ৯২ বছর। তিনি রেলের প্রাক্তন কর্মী ছিলেন৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>