খুনের অভিযোগ, ‘নিখোঁজ’ শাহজাহানের বিরুদ্ধে FIR-এ আরও ধারা

খুনের অভিযোগ, ‘নিখোঁজ’ শাহজাহানের বিরুদ্ধে FIR-এ আরও ধারা

fir

কলকাতা: সন্দেশখালি কাণ্ডের ১২ দিন পরও পলাতক তৃণমূল নেতা শাহজাহান শেখ। এবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করল রাজ্য পুলিশ। রেশন দুর্নীতিতে অভিযুক্ত পলাতক তৃণমূল নেতার বিরুদ্ধে খুনের চেষ্টা ও ডাকাতির ধারা দিয়েছে পুলিশ। খুনের অভিযোগ অবশ্য নতুন নয়৷ পাঁচ বছর আগেই শাহজাহানের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল। ২০১৯ সালের ৬ জুন খুন হন প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডল নামে তিন ব্যক্তি। ঘটনার তদন্ত করে সিআইডি৷ তাদের চার্জশিটে অবশ্য শাহজাহানের নাম ছিল না৷ ওই ঘটনায় নতুন করে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে নিহতদের পরিবার। তাঁদের দাবি, তৃণমূল নেতার বিরুদ্ধে রাজ্য পুলিশ স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করবে না। সিআইডি চার্জশিট দেওয়ার পরেই জামিন পেয়ে যান শাহজাহান৷  নতুন করে সিবিআই ও এনআইএ তদন্তের দাবি জানিয়ে হাই কোর্টে  গিয়েছেন পদ্মা মণ্ডল এবং সুপ্রিয়া মণ্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 18 =