অবশেষে রোদ্দুর রায়ের বিরুদ্ধে FIR দায়ের শিক্ষক সংগঠনের

অবশেষে রোদ্দুর রায়ের বিরুদ্ধে FIR দায়ের শিক্ষক সংগঠনের

 

কলকাতা: বাংলার সংস্কৃতি ও কৃষ্টিকে আঘাত করা-সহ মনিষীদের অপমান, রবীন্দ্রসংগীত থেকে শুরু করে নজরুলগীতিকে বিকৃত করার অভিযোগে ইউটিউবার রোদ্দুর রায়ের বিরুদ্ধে বেলেঘাটা থানায় দায়ের এফআইআর৷ পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের তরফে এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর৷

পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম জানিয়েছেন, গত কয়েক মাস ধরে নিজেকে আধুনিক সংস্কৃতির রূপকার বলে দাবি করা রোদ্দুর রায় তাঁর লেখা, গানের মাধ্যমে সোস্যাল মিডিয়ায় বাংলার সংস্কৃতি ও কৃষ্টিকে কলুষিত করে সমাজ ও ছাত্র যৌবনকে অপসংস্কৃতি ও অন্ধকারের দিকে পরিকল্পিতভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন৷ এর মাধ্যমে নতুন প্রজন্মকে ক্ষতি করছে৷ অপসংস্কৃতি আমদানী করা হচ্ছে৷ আর সেই কারণে আমরা থানায় গিয়েছি৷ আগামী দিনে প্রতি জেলায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে মামলা করা হবে৷

তাঁর আরও দাবি, ‘‘রোদ্দুর রায়ের অবশ্যই বাকস্বাধীনতা থাকবে৷ তার মানে এই নয় তাঁর গান, কবিয় অশ্লীল শব্দ ব্যবহার করে প্রকাশ্যে সেই অপসংস্কৃতির বিষ ছড়াবে৷ মণিষীদের নামে অশ্রাব্য গালিগালাজ মেনে নেওয়া যায় না৷ এরা বিশ্বের দরবারে বাংলাকে কলুষিত করছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে৷ যার ফলস্বরূপ বসন্ত উৎসবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আচরণ বাংলা তথা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে৷ তার প্রভাব স্কুল ছাত্র-ছাত্রীদের মধ্যে দ্রুত বিস্তার ঘটছে৷ মালদার নামজাদা স্কুলের ঘটনাতে৷ আমরা মনে করি রোদ্দুর রায় সহ তাদের পিছনে অনেকেই এই পরিকল্পনা করছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে যা আগামি ভবিষ্যতকে ক্ষতিগ্রস্ত করছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 19 =