পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় নাম নেই শুভেন্দুর, জিতেন্দ্র-চৈতালির বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা

পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় নাম নেই শুভেন্দুর, জিতেন্দ্র-চৈতালির বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা

কলকাতা: আসানসোলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কম্বলদান কর্মসূচিতে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যুর ঘটনায় আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, তাঁর স্ত্রী তথা কাউন্সিলর চৈতালি তিওয়ারি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল৷  আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে৷ গত বুধবার আসানসোলে ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা৷ সেই সভা শেষে কম্বল বিতরণের সময় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়। সেই ঘটনায় শুভেন্দুর দিকেই আঙুল তুলেছে শাসক দল। সেই ঘটনাতে শুভেন্দু অধিকারীর নাম না থাকলেও অভিযোগ দায়ের হল সস্ত্রীক জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে।

আরও পড়ুন- কলকাতায় নামল পারদ, উত্তুরে হিমেল হাওয়ায় জাঁকিয়ে শীত বাকি জেলায় জেলায়

কম্বল বিলি কর্মসূচিতে বিপর্যয়ের ঘটনায় ইতিমধ্যেই তিন জন গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে তিওয়ারিদের বিরুদ্ধে  অভিযোগ দায়ের করেন সে দিনের ঘটনায় প্রাণ হারানো ঝালি বাউরি (৫৫)-র ছেলে সুখেন বাউরি। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ (অবহেলার কারণে মৃত্যু), ৩০৮ (অপরাধজনিত নরহত্যার চেষ্টা) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযোগপত্রে কোথাও শুভেন্দু অধিকারীর নাম নেই।