টুইট করে বিপাকে! নারী পাচারের অভিযোগে FIR তথাগতর বিরুদ্ধে

টুইট করে বিপাকে! নারী পাচারের অভিযোগে FIR তথাগতর বিরুদ্ধে

tathagatas tweet

কলকাতা: নানা ইস্যুতে বারবার নিজের দলের সতীর্থদের টুইট বানে বিদ্ধ করেছেন তিনি৷  এমনকী সতীর্থদের আক্রমণ শানিয়ে  বলেছিলেন, নারী পাচার ও আর্থিক তছরুপ করেছেন দলের একাংশ। সেই টুইটের জেরেই এবার বিপাকে পড়লেন বিজেপি নেতা তথাগত রায়৷  তাঁর বিরুদ্ধেই এবার নারী পাচার ও আর্থিক তছরুপের অভিযোগ এনে এফআইআর দায়ের করলেন এক আইনজীবী। কলকাতার হেয়ার স্ট্রিট থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ 

আরও পড়ুন- পাকিস্তানকে অনুকরণ করে অমিত মিত্রকে উপদেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ শুভেন্দুর

অভিযোগকারী আইনজীবীর নাম সায়ন বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ,  তথাগত রায় নিজে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমের সামনে একাধিকবার দাবি করেছেন যে, তাঁর হাতে নারী পাচার ও আর্থিক তছরুপ সংক্রান্ত তথ্য-প্রমাণ মজুত রয়েছে। তিনি বলেন, ‘এই বিষয়ে আমি বিস্তারিত তদন্ত চাই৷ সেকারণেই থানায় অভিযোগ দায়ের করেছি।’

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে বিজেপির বিপর্যয়ের পর থেকেই দিলীপ ঘোষ থেকে শুরু করে  কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশের মতো নেতাদের বিরুদ্ধে বার বার আক্রমণ শানিয়েছেন তথাগত রায়। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন৷ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তথাগতকে দল ছাড়াও নিদানও দেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর দিলীপের এহেন নিদান শুনে আরও বিস্ফোরক হন তথাগত।

৮ নভেম্বর টুইট করে তথাগত লেখেন, ‘বেকারি, দলবাজি, তোলাবাজি, খুনখারাপি, সংখ্যালঘু তোষণের হাত থেকে বাঁচতে মানুষ বিজেপিকে চাইছিলেন। তা সত্ত্বেও বিজেপি কেন এরকম শোচনীয় ফল করল তার বিশ্লেষণ প্রয়োজন। কারা এর জন্য দায়ী সেটাও খুঁজে বার করতে হবে। আগেই করা উচিত ছিল, এখনও হতে পারে। কিন্তু এড়িয়ে গেলে চলবে না।’ এর পরেই তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেন সায়ন বন্দ্যোপাধ্যায়৷ তাঁর বক্তব্য, তথাগতর কাছে অনেক তথ্য প্রমাণ আছে৷ সেই সকল বিষয় জনগণের জানায় অধিকার রয়েছে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 1 =