আর ১৪ দিনের মধ্যেই এই ১০টি কাজ অবশ্যই করতে হবে? জানুন বিস্তারিত

আধার প্যান লিঙ্ক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি কাজের সময়সীমা শেষ হচ্ছে চলতি মাসেই

imagesmissing

নয়াদিল্লি: গত ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামন। আর সেই বাজেট অনুযায়ী নতুন অর্থবর্ষ শুরু হবে আগামী মাস থেকে। অর্থাৎ মার্চেই শেষ হচ্ছে চলতি অর্থবছর। শুধু বছর নয়, তার সঙ্গে সঙ্গে মার্চে শেষ হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি কাজের মেয়াদ, যা এ মাসের মধ্যে সম্পন্ন না করলে পড়তে হতে পারে বিপদে। এমনকি জরিমানাও দিতে হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। ঠিক কোন কোন সরকারি কাজগুলি এই মাসের মধ্যেই করে রাখা আবশ্যক? আসুন জেনে নিই তার খুঁটিনাটি।

আধার কার্ড প্যান কার্ড সংযুক্তিকরণ:

প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে যুক্ত করার শেষ তারিখ ৩১ মার্চ। এই মাসের মধ্যে এটা না করলে গ্রাহকের জরিমানা হতে পারে বলে জানানো হয়েছে সরকারি নির্দেশিকায়। 

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি:

নতুন এক প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের বছরে একটি ন্যূনতম আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্ষিক ৬০০০ টাকার সেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে নাম নথিভুক্ত করার মেয়াদ কিন্তু আর বেশি নেই। ৩১ মার্চের মধ্যেই এই কাজ সম্পন্ন করে ফেলতে হবে। তা না হলে এই কেন্দ্র সরকারি প্রকল্পটির সুবিধা পাওয়া যাবে না বলেই জানা যাচ্ছে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা:

গ্রামাঞ্চলের গরীব মানুষদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি তৈরি করে দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। এই প্রকল্প অনুযায়ী ২০২২ সালের মধ্যে ২ লক্ষ বাড়ি বানিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। জানা গেছে বাড়ি কেনার ক্ষেত্রে এই প্রকল্পের আওতায় এলে ২.৬৭ লাখ টাকার ছাড় পাওয়া যাবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পেও নাম নথিভুক্ত করার শেষ তারিখ ৩১ মার্চ ২০২১। এরপর আর এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। 

LTC ক্যাশ ভাউচার স্কিম:

করোনা অতিমারীর কারণে সরকারী কর্মচারীরা চলতি অর্থবছর অর্থাৎ ২০২০-২১ সালে এলটিসির সুবিধা নিতে পারেনি। এর জন্যেই চালু করা হয়েছে এলটিসি ক্যাশ ভাউচার স্কিম। এই প্রকল্পের আওতায় কোনো ব্যক্তি ২০২০ সালের ২০ অক্টোবর থেকে ২০২১ সালের 31 মার্চের মধ্যে কোনও পণ্য বা পরিষেবা কিনে এলটিসি দাবি করতে পারে। এর মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই।

আয়কর ছাড়ের বিনিয়োগ:

আয়করের 80C এবং 80D এর অধীনে বিনিয়োগ করলে কর ছাড়ের সুযোগ পাওয়া যায়। এই বিনিয়োগ করতে হলে ৩১ মার্চের মধ্যেই তার কাজ সম্পন্ন করে রাখতে হবে। অন্যথায় আর সুযোগ পাওয়া যাবে না। 

বকেয়া আয়কর মেটানোর মেয়াদ:

২০১৯-২০ সালের বকেয়া আয়কর মেটানোর মেয়াদ শেষ হচ্ছে ৩১ মার্চ ২০২১-এ। এক্ষেত্রে সংশোধিত আয়কর রিটার্ন দাখিলও করতে হবে এই তারিখের মধ্যেই। অবশ্য মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও রিটার্ন দাখিলের সুযোগ থাকবে, তবে সেক্ষেত্রে ১০ এপ্রিলের মধ্যে ১০ হাজার টাকা বাড়তি দিয়ে জমা করতে হবে রিটার্ন। 

জিএসটি:

২০১৯-২০ সালের বার্ষিক জিএসটি রিটার্ন দাখিলের সময়সীমাটি ৩১ মার্চ ২০২১ পর্যন্ত বাড়ানো হয়েছিল। এর পর রিটার্ন দাখিলে দিতে হবে ২০০ টাকা জরিমানা। 

প্রত্যক্ষ আয়কর:

আয়কর বিভাগ প্রত্যক্ষ কর বিবাদ সমাধান যোজনার জন্য শেষ তারিখ ধার্য করেছে ৩১ মার্চ ২০২১। টাকা দেওয়ার শেষ তারিখ ৩০ এপ্রিল।

ECLGS প্রকল্প:

করোনা কালের আর্থিক দুরবস্থার মোকাবিলা করার জন্য অর্থমন্ত্রক এই এমারজেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম নাম ২০ লক্ষ কোটির প্রকল্প ঘোষণা করেছিল। এর মাধ্যমে ক্ষুদ্র অতিক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য লোন নেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ ২০২১।

স্পেশাল ফেস্টিভ অ্যাডভান্স স্কিম:

এই প্রকল্পের আওতায় সরকারী কর্মচারীরা সুদমুক্ত অগ্রিম হিসাবে ১০০০০ টাকা পাচ্ছেন। এই স্কিমের শেষ তারিখ ৩১ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *