অবশেষে দীর্ঘ গরমের ছুটি শেষ! স্কুল খোলার দিন ঘোষণা নবান্নের

অবশেষে দীর্ঘ গরমের ছুটি শেষ! স্কুল খোলার দিন ঘোষণা নবান্নের

এক মাসের বেশি সময় ধরে গরমের ছুটি। সরকারের এই ঘোষণার বিরুদ্ধে গিয়েছিলেন খোদ অভিভাবকেরা। যাঁরা চেয়েছিলেন সঠিক সময়ে স্কুল বন্ধ হোক। তার আগে নয়। অবশেষে নবান্নের ঘোষণা- গরমের ছুটির শেষ। এবার খুলবে স্কুল। ঘোষণার দিকে নজর দেওয়া যাক- 

•    ৫ জুন খুলছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের স্কুলগুলি 
•    ৭ জুন খুলছে প্রাথমিক স্কুল
•    গরমের ছুটির ঘোষণা ২ মে
•    গরমের ছুটি ঘোষণার কথা ছিল ২৪ মে

মে মাসের শুরুর দিকে ব্যাপক তাপপ্রবাহের কারণে গরমের ছুটি এগিয়ে আনা হয়। ২ তারিখ থেকে ছুটি ঘোষণা করে বলা হয় পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। সরকারের এই ঘোষণার বিরোধিতা করতে দেখা যায় রাজ্যের বেশ কয়েকটি স্কুলের প্রধান শিক্ষকরা। এমনকি স্কুল বন্ধ থাকা সত্ত্বেও স্কুলের উঠানে ছাত্রদের পড়ানোর উদ্যোগ নিতে দেখা যায় প্রধান শিক্ষকদের। এবার সেই বিষয়টিকে মাথায় রেখে নয়া নীতি ঘোষণা নবান্নের। যেখানে বলা হয়- 

•    আগাম গরমের ছুটিতে স্কুলগুলির ক্ষতি হয়েছে
•    যা পূরণ করতে অতিরিক্ত ক্লাস নিতে হবে শিক্ষকদের
•    অনুমতি ছাড়া স্কুল চত্বরে পড়ানো যাবে না 
•    টিফিন বিরতির সময় প্রধান শিক্ষকের নির্দেশ মতো বাড়তি ক্লাস নেওয়া যাবে

আপাতত রাজ্যের নির্দেশিকা পাওয়ার পরই স্কুল খোলার বিজ্ঞপ্তি বিভিন্ন স্কুলে পৌছে গেছে। যদিও আবহাওয়া কতটা বর্ষামুখর সেই নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। কয়েক দিনের বৃষ্টির পর আবার গরম রাজ্যে। আগামী কয়েক দিনে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ক্ষীন। জুন মাসে বর্ষার সময়ে স্কুল খোলার সিদ্ধান্তে তাই দেরি করল না নবান্ন। মৌসম ভবন সূত্রের খবর, বর্ষা আসতে এখনও অনেক দেরি। বাংলায় বর্ষা আসতে আসতে ১০ জুন। এই আবহে স্কুল খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। যাঁরা মনে করেন, সময়ের আগে স্কুল বন্ধ করার সিদ্ধান্তই সঠিক ছিল না। আপাতত গোটা বিষয়কে সামলেই গরমের ছুটি শেষে স্কুল খোলার দিন ঘোষণা নবান্নের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *