ছবিমুক্তির দিনও বিধানসভায় হাজির মদন, শুভেচ্ছায় ভরালেন সতীর্থেরা

ছবিমুক্তির দিনও বিধানসভায় হাজির মদন, শুভেচ্ছায় ভরালেন সতীর্থেরা

madan mitra

কলকাতা: আজ, শুক্রবার মুক্তি পেয়েছে তাঁর প্রথম বাংলা ছবি৷ সিনেমা রিলিজের দিনেও কিন্তু বিধানসভায় হাজির কামারহাটির বিধায়ক মদন মিত্র। পরিচালক হরনাথ চক্রবর্তীর ছবি ‘ওহ লাভলি’-তে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তৃণমূলের এই কালারফুল নেতা। মনে করা হয়েছিল, ছবিমুক্তি উপলক্ষে আজ হয়তো তিনি বিধানসভায় অনুপস্থিত থাকবেন। কিন্তু বেলা বাড়তেই জামাই বেশে অধিবেশনে যোগ দেন মদন৷

গত কয়েক দিন ছবির প্রচারে ব্যস্ত ছিলেন তৃণমূল বিধায়ক৷ তবে একটা দিনও অধিবেশন মিস করেননি৷ প্রতিদিনই হাজির থকেছেন৷ এদিন চোখে রে-ব্যানের সানগ্লাস, আর ধবধবে সাদা ধুতি-পাঞ্জাবি পরে মদনকে বাদল অধিবেশনে যোগদান করতে দেখেই একে একে মন্ত্রী-বিধায়কেরা তাঁকে ছবি মুক্তির জন্য শুভেচ্ছা জানান। অধিবেশন চলাকালীন বেশির ভাগ মন্ত্রী-বিধায়কদের আসনে গিয়ে তাঁর অভিনীত ছবি দেখার অনুরোধও করেন মদন।

বিধানসভার অধিবেশন শেষ হতেই সোজা বরাহনগরের সোনালি সিনেমা হলের উদ্দেশে রওনা দেন কামারহাটির বিধায়ক। সেখানেই সন্ধ্যার স্লটে কর্মী-সমর্থকদের নিয়ে ছবি দেখবেন তিনি। এদিন মদন বলেন, ‘‘আগামী কয়েক দিনে কলকাতা ও শহরতলিতে যে সমস্ত জায়গায় ছবিমুক্তি পেয়েছে সেই সব হলে যাওয়ার ইচ্ছে আছে।’’ তাঁর সংযোজন, ‘‘আমি গেলে সিনেমা হলগুলোতে বেশি ভিড় হবে।’’ রাজ্যে মোট ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ওহ লাভলি’৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 1 =