ক্রিমিনাল রেকর্ড নিয়েই প্রথম দফার লড়াইয়ে নামছেন প্রায় ৫০ জন প্রার্থী! জানুন বিস্তারিত

আর মাত্র ৭ দিন পরেই শুরু হচ্ছে বঙ্গ ভোটের মহারণ

কলকাতা: দরজায় কড়া নাড়ছে একুশের বিধানসভা নির্বাচন। রাজ্য জুড়ে ভোটের উত্তাপে তাই ভরা বসন্তেও ঝরছে ঘাম। হাতে গুনে আর মাত্র ৭ দিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচন। তার আগে প্রাক-নির্বাচনী উত্তাপকে আরো খানিক উস্কে দিয়ে প্রকাশিত হল সমীক্ষার রিপোর্ট।

বাংলার প্রথম দফার ভোটে লড়তে চলেছেন বিভিন্ন দলের মোট ১৯১ জন প্রার্থী। এই সমস্ত প্রার্থীদের সম্পত্তির পরিমাণ কত? কারা কারা রাজনীতির দৌলতে ধন সম্পদে স্ফীত হয়ে হয়ে উঠেছেন কোটিপতি? ক্রিমিনাল কেসই বা খাড়ার মতো ঝুলছে কত জনের ঘাড়ে? পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচনে মহিলা প্রার্থী আছেন কতজন? সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে সম্প্রতি করা হয়েছিল একটি সমীক্ষা। আর তাতে যে তথ্য সামনে এসেছে তা রীতিমতো চোখ কপালে তুলতে বাধ্য করবে। 

জানা গেছে, বঙ্গ ভোটের প্রথম দফায় লড়াই করতে নামার আগে বিভিন্ন দলের মোট ৪৮ জন প্রার্থীর ঘাড়ে ঝুলছে ক্রিমিনাল কেস। অর্থাৎ মোট প্রার্থীর প্রায় ২৫% অপরাধমূলক অভিযোগ নিয়ে  পুলিশের খাতায় নাম তুলেছেন। শুধু তাই নয়, এঁদের মধ্যে ৪২ জনের বিরুদ্ধে থাকা ক্রিমিনাল কেস গুরুতর আখ্যা পায়। শতাংশের হিসেবে ২২% রাজনৈতিক প্রার্থী গুরুতর অপরাধমূলক মামলার সঙ্গে জড়িত। 

প্রথম দফার প্রার্থীদের অর্থনৈতিক দিকটি বিবেচনা করে সমীক্ষায় দেখা গেছে, মোট ১৯১ জনের মধ্যে ১৯ জন কোটিপতি, যা মোট প্রার্থী সংখ্যার ১০%। রাজনীতিকে সাফল্যের তথা ধনবৃদ্ধির সোপান হিসেবে ব্যবহার করে রীতিমতো ফুলে ফেঁপে উঠেছে এই সমস্ত প্রার্থীদের জীবনযাপন। ১৯১ জন ভোট প্রার্থীর মোট সম্পদ একত্রিত করলে দেখা গেছে তার পরিমাণ প্রায় ৪৩ হাজার ৭৭ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ সম্পদের অধিকারী হয়েই বাংলার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর শপথ নিয়েছেন সকলেই, জোরকদমে চলছে শেষ পর্যায়ের প্রচারও। 

ধনসম্পদ কিংবা ক্রিমিনাল কেস ছাড়াও সমীক্ষা উত্তর দিয়েছে একটি লিঙ্গ সংক্রান্ত প্রশ্নের, আজকের পরিস্থিতিতে যা নিতান্তই প্রাসঙ্গিক। দেখা গেছে, ১৯১ জন প্রার্থীর মধ্যে মহিলা রয়েছেন মাত্র ২১ জন, যা শতাংশের বিচারে ১১%। ভোটের দিন সাতেক আগে এই সমীক্ষার ফলাফল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 19 =