রোনাল্ডো না মেসি, সর্বকালের সেরা কে? এবার জবাব দিল FIFA

রোনাল্ডো না মেসি, সর্বকালের সেরা কে? এবার জবাব দিল FIFA

3f40e103e7120c37ea238a0dd7e4c416

 কলকাতা:  ফুটবল মাঠে আমরা যে দলেরই সমর্থক হই না কেন, কিছু কিছু চরিত্র না থাকলে যেন বৃত্তটাই সম্পন্ন হয় না৷ লিয়োনেল মেসি হোক কিংবা ক্রিশ্চিয়ানো রোনান্ডো, এই চরিত্রগুলির জন্যই ফুটবলপ্রেমীরা রাতের পর রাত জাগেন৷ তাঁদের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে একটা আবেগ, উন্মাদনা৷ কিন্তু, বারেবারেই একটা প্রশ্ন ঘুরেফিরে এসেছে, মেসি না রোনাল্ডো, সর্বকালের সেরা কে? 

আরও পড়ুন-সোনার গ্লাভস হাতে নিয়ে কেন ‘অশ্লীল’ অঙ্গভঙ্গি? জবাব দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক

এই দুই তারকার সমর্থকদের মধ্যে বিস্তর বিবাদ রয়েছে৷ উভয়ের কাছেই তাঁদের প্রিয় তারকারাই সেরা৷ তাঁরা দু’জনেই যে খেলার মাঠে মুগ্ধতার জাল বোনেন, তা নিয়ে দ্বিমত থাকতে পারে না৷ কাতার বিশ্বকাপ ছিল দুই কিংবদন্তীরই শেষ বিশ্বকাপ৷ তবে যে মঞ্চ থেকে রোনাল্ডো বিদায় নিয়েছেন চোখের জলে, সেই মঞ্চের মহারাজ মেসি৷ পায়ের জাদুতে সবুজ ক্যানভাসে ছবি আঁকেন লিয়ো৷ ম্যাজিক জানেন মেসি৷ 

রোনাল্ড যেখানে অনেক বেশি প্রবল, মেসি সেখানে শিল্পী৷ দুই তারকার মধ্যে কাকে বেশি নম্বর দেবেন? কাকে এগিয়ে রাখবেন? এই সমীকরণ কিন্তু মোটেও সহজ নয়৷ তবে কোনও ফুটবলারের কেরিয়ারে বিশ্বকাপ জেতাটাই সবথেকে বড় প্রাপ্তি বলে বিবিচ্য হয়৷ এটাই কেরিয়ারের সব থেকে বড় সাফল্য৷ সেই বিচারে মেসি যে রোনাল্ডোর চেয়ে অনেকটা এগিয়ে গেলেন, সেটা বলাই যায়। ক্লাব ফুটবল ও ব্যক্তিগত রেকর্ডের দিক থেকে দু’জনের ঝুলিই পূর্ণ৷ তবে বিশ্বকাপ যে ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’! আর এই শোয়ে সর্বোচ্চ ট্রফি জেতাটাই শেষ কথা৷ তবে অনেকেরই আবার মত, শুধুমাত্র বিশ্বকাপ দিয়ে একজন খেলোয়াড়ের শ্রেষ্টত্ব বিচার করা যায় না৷ 

বিস্তর বিতর্কের মাঝেই সেরা নির্বাচনের লড়াইয়ে এবার সামিল খোদ বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, সর্বকালের সেরা অর্থাৎ Greatest of all time বা G.O.A.T কে৷ মেসির হাতে বিশ্বকাপ ওঠার পর ফিফার তরফে একটি টুইট করা হয়। যেখানে লেখা হয়, ‘শ্রেষ্ঠত্বের বিতর্কে ইতি। সর্বোচ্চ পুরস্কার এবার ট্রফি তালিকায়। ঐতিহ্য বজায় থাকল।’ সেই সঙ্গে দেওয়া হয় মেসির একটি ছবি৷  

এবার বিশ্বকাপে ফেভারিট হিসেবে শুরু করেছিল রোনাল্ডোর পর্তুগাল এবং মেসির আর্জেন্তিনা। দুই দলের দুই কিংবদন্তীর হাতেই বিশ্বকাপ দেখতে চেয়েছিলেন তাঁদের সমর্থকরা। বিশ্বকাপ জিতে নিজেদের কেরিয়ার পূর্ণ করতে চেয়েছিলেন দুই তারকাও। ‌শুরু থেকেই দুই দেশ ভালো ভাবে এগোচ্ছিল৷  কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছে তাল কাটল পর্তুগালের৷ মরক্কোর কাছে ১-০ গোলে হেরে ছিটকে যায় রোনাল্ডোর দল। তবে পুরো বিশ্বকাপে রোনাল্ডো কিন্তু তাঁর পুরনো ছন্দে ছিলেন না। দেখা যায়নি তাঁর সেই ক্ষিপ্রতা৷ অন্যদিকে মেসি অধিকাংশ ম্যাচেরই নায়ক৷ একার কাঁধে দলকে টেনে নিয়ে গিয়েছেন৷ শেষ ম্যাচেও অক্ষুন্ন ছিল ম্যাসি ম্যাজিক৷  বিশ্বকাপের আগে এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেছিলেন, ‘‘G.O.A.T বিতর্ক চলতেই থাকবে৷ তবে আমি টুর্নামেন্ট জিততে পছন্দ করি৷ তবে আর কোনও ট্রফি জিততে পারি বা না পারি, বিশ্বকাপ জিততে চাইব।’’ তবে শেষ হাসি হাসলেন লিয়োই৷