‘মোকা’র তাণ্ডবে মায়ানমারে মৃত অন্তত তিন, ভিডিয়োয় ধরা পড়ল ঘূর্ণিঝড়ের বিধ্বংসী রূপ

‘মোকা’র তাণ্ডবে মায়ানমারে মৃত অন্তত তিন, ভিডিয়োয় ধরা পড়ল ঘূর্ণিঝড়ের বিধ্বংসী রূপ

কলকাতা: বিদ্যুৎ গতিতে উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোকা৷ উপকূলে ঢুকেই তাণ্ডব শুরু করে মায়ানমারের বিস্তীর্ণ এলাকায়। ইতিমধ্যেই তিনজনের মৃত্যুর খবর মিলেছে। মাথার উপর ছাদ হারিয়ে অসহায় হাজার হাজার মানুষ। 

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আঘাত হেনেছে বাংলাদেশেও৷ কক্সবাজার এবং সিতওয়ে উপকূলে ২০০ কিমি বেগে ধয়ে এসে সব লন্ডভন্ড করে দিয়েছে মোকা। সঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টি৷ সাময়িকভাবে জলের তলায় ডুবেছে বাংলাদেশের অন্যতম পর্যটনস্থল সেন্টমার্টিন দ্বীপ।  

মোকার প্রভাব বাংলায় কতখানি পড়বে, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ক’দিন ধরে। তবে তা দিক পরিবর্তন করে বাংলাদেশ ও মায়ানমারের দিকে চলে যাওয়ায় এ রাজ্যে ঘূর্ণিঝড়ের কোনও প্রভাবই পড়েনি। কিন্তু মোকার ভয়াবহতার সাক্ষী থাকল বাংলাদেশ ও মায়ানমার। রবিবার দুপুরে মায়ানমারের রাখিনিতে আছড়ে পড়ে মোকা। প্রবল বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ২০৯ কিলোমিটার বেগে বইতে শুরু করে ঝোড়ো হাওয়া। বহু ঘর-বাড়ি ভেঙে পড়েছে বলেও খবর। সাধারণ মানুষের নিরাপত্তার সব রকম ব্যবস্থা করেছিল প্রশাসন। তা সত্ত্বেও অঘটন রোখা গেল না৷ ঘূর্ণিঝড়ে মৃত্যু হল তিনজনের। বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর৷ 

মায়ানমার সেনার তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের দাপটে বহু ট্রান্সফর্মার উড়ে গিয়েছে। ভেঙে পড়েছে একাধিক মোবাইল টাওয়ার, ল্যাম্পপোস্ট। ঝড়ের ঝাপটায় উড়ে গিয়েছে কোকো আইল্যান্ডের স্পোর্টস বিল্ডিংয়ের ছাদ। ঘূর্ণিঝড় মোকার নানা মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে ধরা পড়েছে এর ভয়াবহতা। তাতে দেখা গিয়েছে  ঝড়ের দাপটে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে মোবাইল টাওয়ার। সরকারি ভাবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ ঘোষণা করা না হলেও, মোকার প্রভাবে যে বিপুল ক্ষতি হয়েছে , তা সহজেই অনুমেয়৷