ঋতুস্রাবের সময় মহিলা কর্মীদের ছুটির প্রয়োজন নেই, লোকসভায় জানালেন স্মৃতি

ঋতুস্রাবের সময় মহিলা কর্মীদের ছুটির প্রয়োজন নেই, লোকসভায় জানালেন স্মৃতি

female

নয়াদিল্লি: কর্মরত ঋতুমতী মহিলাদের সবেতন ছুটি মঞ্জুরের দাবি বেশ কয়েক বছর ধরেই জোরাল হয়েছে। তবে এধরনের প্রস্তাবে একেবারেই সহমত নন কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। বুধবার রাজ্যসভায় আরজেডি সাংসদ মনোজ কুমার ঝা এই বিষয়ে একটি প্রশ্ন করেন৷ তার উত্তরে স্মৃতি বলেন, ঋতুস্রাব মহিলাদের একটি স্বাভাবিক ঘটনা। এটি কোনওভাবেই প্রতিবন্ধকতা তৈরি করে না। তাই ওই সময় মহিলাদের ছুটির দরকার নেই বলেও মত মন্ত্রীর৷ 

ঋতুস্রাব চলাকালীন কর্মরত মহিলাদের ছুটির বিষয়টি চর্চার মধ্যে রয়েছে। বেশ কিছু বেসরকারি সংস্থা ঋতুকালীন মহিলা কর্মীদের সবেতন ছুটিও মঞ্জুর করেছে। যা দেখার পর প্রশ্ন উঠেছে কেন্দ্রও কী সবেতন ঋতুকালীন ছুটি মঞ্জুর করবে? আগামী দিনে সরকারি দফতরে কর্মরত মহিলারাও কী এই বিশেষ ছুটি পাবেন? দিন কয়েক আগে এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুরও। সেই সময়ও  স্মৃতি জানিয়েছিলেন, এই ধরনের ছুটির বিষয়ে কিছুই ভাবছে না সরকার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 13 =