বুথে ‘অরক্ষিত’ মহিলা ভোটকর্মীদের ‘গোপনীয়তা’! কমিশনকে চিঠি ঐক্য মঞ্চের!

বুথে ‘অরক্ষিত’ মহিলা ভোটকর্মীদের ‘গোপনীয়তা’! কমিশনকে চিঠি ঐক্য মঞ্চের!

 

কলকাতা: ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হল শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। এবারে মহিলা ভোটকর্মীদের প্রতি ন্যূনতম দায়িত্ব, কর্তব্য ও সুব্যবস্থার দাবিতে কমিশনকে চিঠি দিল ঐক্য মঞ্চ। রাজ্যের দুই দফার ভোট শেষ হয়ে যাওয়ার পরেও বিভিন্ন ভোটকেন্দ্র থেকে মহিলাদের জন্য অব্যবস্থার অভিযোগ পাওয়া যাচ্ছে। নির্বাচন শুরু হওয়ার আগেই ভোটকর্মীদের জন্য সুযোগ-সুবিধা দেওয়ার দাবি নির্বাচন কমিশনকে দিয়েছিল শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। গোটা বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছিল কমিশন। তবে, নির্বাচন শুরু হতেই বহু জায়গায় সেই আশ্বাস ঠিকমতো পালন হচ্ছে না বলে উঠতে শুরু করেছে অভিযোগ৷ দায়িত্বপ্রাপ্ত অফিসাররা তাদের কর্তব্যে ফাঁকি দিচ্ছেন বলে দাবি করেছে মঞ্চ।
 

শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী অভিযোগ করেছেন, “নির্বাচন প্রক্রিয়ায় মহিলাদের ভোটকর্মী হিসেবে কাজে লাগানো হচ্ছে অথচ তাদের প্রতি সামান্যতম দায়িত্ব-কর্তব্যের জায়গাগুলি প্রচন্ডভাবে অবহেলিত৷ ভোট গ্রহণ কেন্দ্রের মহিলা ভোটকর্মীদের জন্য নির্দিষ্ট বিশ্রাম ঘরে সিসিটিভি ক্যামেরা চালু করে রাখা হয়েছে৷ অনেক ক্ষেত্রে মহিলাদের জন্য শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে পুরুষদের সঙ্গে৷ তাদের থাকার জায়গার ১০০ মিটারের বাইরে। সেক্টর অফিসে এই নিয়ে অভিযোগ জানিয়েও কোনোরকম সুরাহা হয়নি। সেক্টর অফিসার প্রায় নির্বিকার।’’

কিংকরবাবু আরও জানিয়েছেন, “কমিশনের তরফে ভোট শেষে গভীর রাতে ভোটকর্মীদের বাড়ি ফেরার জন্য গাড়ির ব্যবস্থা করার কথা জানালেও দায়িত্বপ্রাপ্ত সেক্টর অফিসার জানান, তাদের কিছু করার নেই। ফলে জীবনের ঝুঁকি নিয়ে গভীর রাতে বাড়ি ফিরতে হচ্ছে মহিলা ভোটকর্মীদের।’’ নির্বাচন কমিশনের কাছে তার প্রশ্ন, ‘‘প্রতিবন্ধী, অসুস্থ কিংবা ছোট্ট শিশুর মা নির্বাচনী ট্রেনিংয়ে উপস্থিত না থাকলে তাকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দিয়ে শোকজ নোটিশ পাঠানো হয়৷ অথচ নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা সঠিক দায়িত্ব পালন করছেন না, তাদের বিরুদ্ধে কেন কোনও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না? সমস্ত ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন এই অব্যবস্থা?” এই অভিযোগ জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছে ঐক্য মঞ্চ। তাদের সাফ বক্তব্য, ভবিষ্যতেও এই ঘটনা ঘটতে থাকলে মহিলা ভোটকর্মীরা ভোটকেন্দ্র থেকেই প্রতিবাদে সামিল হবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 18 =