অবাক কাণ্ড! টানা ৪ দিন এনআরএস-এর লিফটে আটকে মহিলা, হুঁশ নেই কারও

অবাক কাণ্ড! টানা ৪ দিন এনআরএস-এর লিফটে আটকে মহিলা, হুঁশ নেই কারও

কলকাতা: হালপাতালের আউটডোরে ডাক্তার দেখাতে এসেছিলেন তিনি। কিন্তু চারদিন ধরে আটকে থাকলেন লিফটে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নীলরতন মেডিক্যাল হাসপাতালে। 

আরও পড়ুন- শীতের আমেজ ফিরতেই ফের বৃষ্টির ভ্রুকুটি! কী বলছে হাওয়া অফিস

জানা গিয়েছে স্নায়ুর সমস্যা নিয়ে নীল রতন মেডিক্যাল হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন উত্তর ২৪ পরগনার বাদুরিয়া থানার পশ্চিম চণ্ডীপুরের বাসিন্দা আনোয়ারা বিবি। বয়স ষাটের কোটায়৷ সোমবার সকালে একাই ট্রেনে চেপে শিয়ালদহ স্টেশনে আসেন তিনি৷ সেখান থেকে চলে আসেন নীলরতন হাসপাতালে৷ সেখানে টিকিট কেটে ডাক্তার দেখানোর জন্য ছোট লিফটে ওঠেন৷ কিন্তু মাঝখানেই আটকে যায় লিফট৷ 

আনোয়ারা বিবির ছেলে আবুল হোসেন মণ্ডল শনিবার জানান, মাত্র এক বোতল জল আর একটা চিড়ের প্যাকেট নিয়ে শুক্রবার দুপুর পর্যন্ত লিফটের মধ্যেই আটকে ছিলেন তাঁর মা৷ শুক্রবার দুপুরে হাসপাতাল থেকে কেউ একজন ফোন করে জানান, তাঁর মা হাসপাতালের ফাঁড়িতে আছেন। সেখান থেকে তাঁকে যেন নিয়ে যাওয়া হয়৷ আবুল হোসেন বলেন, ‘‘সোমবার থেকে বিভিন্ন জায়গায় মাকে খুঁজেছি। হাসপাতালের ফাঁড়িতে গিয়ে শুনি মা এই ক’দিন লিফটের মধ্যে আটকে ছিলেন। লিফটের মধ্যে এক বোতল জল আর চিড়ে খেয়েছেন মাত্র। লিফটের মধ্যেই প্রস্রাব করেছেন। কি ভাবে এটা হল বুঝতে পারছি না।” 

শনিবার নীলরতন থেকে পশ্চিম চণ্ডীপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যান আনোয়ারা বিবি। সোমবার দুপুর থেকে শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালের লিফটেই আটকে ছিলেন তিনি৷ অথচ বন্ধ লিফটের মধ্যে উনি আটকে রয়েছেন তা বুঝতেই পারল না কেউ৷ হাসপাতালের মধ্যে একটা লিফট চারদিন ধরে বিকল হয়ে রইল অথচ মেরামত করা হল না৷ এনআরএসের মতো একটি ব্যস্ত সরকারি হাসপাতালে এই ধরনের ঘটনা কী ভাবে ঘটল, তা বুঝতেই পারছে না কেউ৷ এ প্রসঙ্গে হাসপাতালের সুপারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − thirteen =