ভারতের টপ গেমার এই তরুণীর পিঠ চাপড়ালেন মোদী, কে এই পায়েল ধারে?

ভারতের টপ গেমার এই তরুণীর পিঠ চাপড়ালেন মোদী, কে এই পায়েল ধারে?

dc173f83baa4b687b35d440adeceae09

নয়া দিল্লি: আধুনিক প্রযুক্তি আসার সঙ্গে সঙ্গে ভোল বদলে গিয়েছে গেমিং দুনিয়ার৷ গোটা দুনিয়ায় রাজ করছেন গেমাররা৷ ভারতেও অনেক গেমার উঠে আসছেন, যাঁরা গেমিং-এর দুনিয়ায় নিজেদের নাম তৈরি করে নিয়েছেন। শুধু ভারতেই নয়, গোটা বিশ্বের গেমিং দুনিয়ায় নিজেদের পরিচয় বানিয়ে নিয়েছেন তাঁরা। এবার দেশের সেই প্রতিভাবান গেমারদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই ছিলেন এক তরুণী৷ তার নাম পায়েল ধারে৷ 

পায়েল ধারে গেমিং দুনিয়ায় পরিচিত পায়েল গেমিং হিসেবে৷ মধ্যপ্রদেশের চিন্দওয়াড়ার উমরানালা গ্রামের মেয়ে পায়েল৷ মার্চে মিস ধারে গেমিং ক্রিয়েটর অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পান৷ একইসঙ্গে মহিলা স্ট্রিমারেরও খ্যাতি পেয়েছেন তিনি৷ পায়েলের বাবা শিবশঙ্কর ধারে জানান, তিনি খুব গর্বিত অনুভব করছেন যখন প্রধানমন্ত্রী মোদী তাঁর মেয়ের সঙ্গে দেখা করবেন এই খবর পান তিনি৷ তিনি মারাত্মক খুশি৷ এদিন নমোর সঙ্গে দেখা করার পর গেমাররা বললেন, ‘আপনার সঙ্গে কথা বলার সুযোগ পাওয়ায় আমরা নিশ্চিতভাবে ফ্রন্টফুটে এসে গেলাম। আমাদের লক্ষ্য আজ ভ্যালিডিটি পেল। আপনি আমাদের ডেকেছেন, এটা গেমিংয়ের জয়। আমাদের গেমিং ইন্ডাস্ট্রি জিতে গেল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *