নিম্নচাপের জেরে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে ডেঙ্গির প্রকোপ

নিম্নচাপের জেরে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে ডেঙ্গির প্রকোপ

fear

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়৷ বৃষ্টি দেখেই উদ্বেগ তৈরি হয়েছে চিকিৎসকদের মনে। চিকিৎসকরা বলছেন, বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমবে৷ আর তাতে যদি এডিস ইজিপ্টাই মশা বংশবিস্তার করে, তাহলে ফের ডেঙ্গির প্রকোপ বৃদ্ধির আশঙ্কা তৈরি হবে। এই পরিস্থিতি আরও তিন-চার সপ্তাহ চলতে পারে।

চিকিৎসকরা বলছেন, ‘‘হিমেল হাওয়া বইতে শুরু করায় মনে করা হয়েছিল, এ বার হয়তো ডেঙ্গির প্রকোপ কমবে। কিন্তু ফের বৃষ্টি নামায় জল জমার পরিস্থিতি তৈরি হয়েছে৷ তাতেই বাড়ছে মশাবাহিত এই রোগের প্রকোপ বৃদ্ধির আশঙ্কা৷’’ শহরের সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রায় প্রতিদিনই ডেঙ্গি আক্রান্ত রোগীরা চিকিৎসার জন্য আসছেন৷ 

সাধারণত গরম বিদায় নেওয়ার পর ঠান্ডা ও শুকনো আবহাওয়ার দেখা মেলে৷ সেই সঙ্গে বিদায় নিতে থাকে ডেঙ্গিও। চলতি বছর নভেম্বরের মাঝামাঝি থেকেই শুষ্ক আবহাওয়ার দেখা মিলেছিল। রাজ্যে হিমেল হাওয়াও বইছিল৷ তবে ডেঙ্গির বাড়বাড়ন্ত কমেনি। উল্টে, গত কয়েক দিনে মশার দাপট কিছুটা বেড়েছে বলেই খবর৷ এর উপর নতুন করে বৃষ্টিতে উদ্বেগে চিকিৎসা মহল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + twelve =