চাকরি চাই! একসঙ্গে টেট পরীক্ষা দিলেন বাবা-ছেলে

চাকরি চাই! একসঙ্গে টেট পরীক্ষা দিলেন বাবা-ছেলে

father

কলকাতা: একের পর এক নিয়োগ দুর্নীতি৷ তার উপর আইনি জট৷ থমকে নিয়োগ প্রক্রিয়া৷ তবে সরকারি চাকরির আশায় এখনও বুক বেঁধে রয়েছে লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতী৷ গত রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ সালের টেট পরীক্ষার আয়োজন করেছিল রাজ্য। পরীক্ষায় বসেছিলেন ৩ লক্ষ ৯ হাজার যুবক-যুবতী। তাঁদের মধ্যে ছিলেন বাবা-ছেলে। হ্যাঁ, তাঁরা একই সঙ্গে পরীক্ষা দেন। যদিও তাঁদের পরীক্ষার সেন্টার ছিল ভিন্ন৷ সরকারি শিক্ষকের চাকরি পাওয়ার আশায় বাবা-ছেলের এক সঙ্গে টেট দেওয়ার খবর এখন ছড়িয়ে পড়েছে সব জায়গায়৷ 

মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার চাঁন্দড় গ্রামের বাসিন্দা দিলওয়ার হাসান ও তাঁর বাবা মোকাম্মেল হক। দিলওয়ার এমএ পাস করে D.L.ED করছেন। মোকাম্মেল প্রাথমিক বিদ্যালয়ের প্যারা টিচার৷ চাকরির আশায় তাঁরা দু’জনেই বসেছিলেন টেট পরীক্ষায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =