‘কন্যা কোনও দানের বস্তু নয়’ বিয়ের চিঠি ছাপতেই হিন্দুত্ববাদীদের কোপে পিতা

‘কন্যা কোনও দানের বস্তু নয়’ বিয়ের চিঠি ছাপতেই হিন্দুত্ববাদীদের কোপে পিতা

নয়াদিল্লি: হিন্দু বিবাহের সঙ্গে কন্যাদান ওতোপ্রতোভাবে জড়িত৷ বিয়ের মণ্ডপে পাত্রীকে পাত্রস্থ করাটাই দস্তুর৷ কিন্তু প্রচলিত রীতি ভেঙে সম্পূর্ণ ভিন্ন পথে পা বাড়াল এক পিতা৷ মেয়ের বিয়ের আমন্ত্রণপত্রে স্পষ্ট লিখে দেন, ‘কন্যা কোনও দানের বস্তু নয়।’ আর এই আমন্ত্রণপত্র নিয়েই বিতর্ক তুঙ্গে৷ সনাতনপন্থীদের বক্তব্য, ধর্মের কি কোনও মান নেই? এমনকী বিয়ে ভেস্তে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন- শুভেন্দু অধিকারীর গড়েই কার্যত মুখ থুবড়ে পড়ল বিজেপি!

ডিসেম্বরের মাঝামাঝি বিয়ের দিন৷ ইতিমধ্যেই আত্মীয় স্বজনদের আমন্ত্রণ সারা হয়ে গিয়েছে৷ কিন্তু গোল বেঁধেছে কার্ডে উল্লেখিত ওই বক্তব্য নিয়ে৷ শুধু তাই নয়, কার্ডে আরও লেখা হয়েছে ‘কন্যা দান’ নয়, ‘রক্ত দান’ করুন৷ সম্ভবত, এই অভিনব আমন্ত্রণপত্রটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে নিয়ে এসেছেন ওই ব্যক্তিরই কোনও আত্মীয়৷ এই আমন্ত্রণপত্রটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ যেখানে উল্লেখ রয়েছে কন্যার বাবার ফোন নম্বরও৷ আমন্ত্রণপত্র ভাইরাল হতেই একের পর এক ফোন আসতে শুরু করে৷ তিনি হিন্দু ধর্মের অবমাননা করছেন বলেও আক্রমণ করা হয়েছে৷ এমনকী এই কাজ করলে তাঁর পরিবারের বিপদ হতে পারে বলেও হুমকি দেওয়া হয়েছে৷ কন্যাদান ছাড়া হিন্দু বিয়ে হতে পারে না৷ 

কার্ড

পাত্রীর বাড়ি দক্ষিণবঙ্গে৷ বিজ্ঞাপন দেখে বিয়ে ঠিক হয়েছে৷ পাত্র কলকাতার সরকারি চাকুরে৷ পাত্রীর বাবা এক প্রথমসারির সংবাদমাধ্যমকে জানান, বিয়ের চিঠি প্রকাশ হতেই তাঁদের রাতের ঘুম উড়েছে৷ প্রতি মুহূর্তে হুমকি আসছে৷ তাঁদের চিন্তা ভাবনা নিয়ে প্রশ্ন উঠছে৷ যার জেরে তিনি ফোন ধরাই ছেড়ে দিয়েছেন৷ তাঁদের এখন একটাই বয়, বিয়ের দিন যেন কোনও গোল না বাঁধে৷ কারণ আমন্ত্রণপত্রে বিয়ের স্থান স্পষ্ট উল্লেখ করা রয়েছে৷

প্রসঙ্গত, কিছু দিন আগেই একটি পোশাক বিপণির বিজ্ঞাপনে কন্যাদান প্রথা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল৷ যে বিজ্ঞাপনের মুখ ছিলেন আলিয়া ভাট৷ ওই বিজ্ঞাপনে আলিয়ার মুখেই শোনা গিয়েছিল কন্যা কোনও দানের বস্তু নয়৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 9 =