৭ মাস পর মুক্তি পেলেন ‘গৃহবন্দি’ ফারুক আবদুল্লা, বার্তা পাঠালেন মমতা

৭ মাস পর মুক্তি পেলেন ‘গৃহবন্দি’ ফারুক আবদুল্লা, বার্তা পাঠালেন মমতা

শ্রীনগর: দীর্ঘ সাত মাস গৃহবন্দি থাকার পর অবশেষে মুক্তি পেলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা৷ মুক্তির পরই আবদুল্লা বলেন, ‘‘আমি আজকে ভাষা খুঁজে পাচ্ছি না৷ আজ আমি মুক্ত৷ আমার দিল্লি যাওয়াতেও আর বাঁধা নেই৷ আবার সংসদে দাঁড়িয়ে আপনাদের হয়ে সওয়াল করব আমি৷’’

তাঁর মুক্তির পক্ষে সরব হওয়া প্রতিটি মানুষকে ধন্যবাদ জানান ন্যাশনাল কনফারেন্স সুপ্রিমো ফারুক আবদুল্লা৷ তিনি বলেন, ‘‘উপত্যকার পাশাপাশি গোটা দেশের মানুষকে ধন্যবাদ জানাই৷’’ ২০১৯ সালের ৫ অগাস্ট থেকে বন্দিদশা কাটাচ্ছিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। শুক্রবার মুক্তি দেওয়া হয় তাঁকে৷ এই বিষয়ে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়,  ‘‘জম্মু ও কাশ্মীরের জননিরাপত্তা আইনের ১৯(১) ধারার অধীনে ফারুক আবদুল্লাকে গৃহবন্দি রাখা হয়েছিল। সেই আটক অবস্থার অবসান ঘটল। শ্রীনগরের জেলাশাসকের আদেশ অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার কথা ঘোষণা করা হয়৷ এর মাধ্যমে কাশ্মীরের বিশেষ অধিকার বাতিল করা হয়। এরপর অপর একটি আইন পাশ করিয়ে জম্মু- কাশ্মীর এবং লাদাখকে পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়৷ এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মীর জুড়ে উত্তেজনা ছড়ায়৷ মোতায়েন করা হয় বিপুলসংখ্যক নিরাপত্তারক্ষী। হিংসা রুখতে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট ও মোবাইল পরিষেবা৷ গ্রেফতার করা হয় সেখানকার বিচ্ছিনতাবাদী নেতা ও রাজনৈতিক নেতাদের। প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা সহ গৃহবন্দি হন তাঁর ছেলে ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি৷  শ্রীনগরের গুপকার রোডের বাসভবনে বন্দি রাখা হয় ফারুক আবদুল্লাকে।

রাজনৈতিকদের আটক করে রাখার বিরুদ্ধে বারবার সরব হয়েছে বিরোধীরা। সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার ফারুক আবদুল্লার মুক্তির পরই ট্যুইট করেন তৃণমূল নেত্রী৷ তাঁর আরোগ্য কামনা করেন তিনি৷ চলতি সপ্তাহেই কাশ্মীরের তিন মুখ্যমন্ত্রীর মুক্তি চেয়ে সরব হয় বিরোধী শিবির৷ এনসিপি সভাপতি শরদ পওয়ার ট্যুইট করে বলেন, মোদী সরকার ‘দমনপীড়নমূলক প্রশাসনিক পদক্ষেপে’র মাধ্যমে গণতান্ত্রিক বিরুদ্ধতার ‘কন্ঠরোধ করছে’৷ এই পরিস্থিতির মধ্যেই শুক্রবার মুক্তি পেলেন ফারুক আবদুল্লা৷ তবে বাকি নেতারা কবে মুক্তি পাবেন, তা নিয়ে রয়েছে এখনও ধোঁয়াশা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 16 =