চাকরির নামে SMS কেলেঙ্কারি বাংলায়! বিভ্রান্তি রুখতে ময়দানে সাইবার সেল

চাকরির নামে SMS কেলেঙ্কারি বাংলায়! বিভ্রান্তি রুখতে ময়দানে সাইবার সেল

কলকাতা: ‘আপনি চাকরির পরীক্ষায় সফল৷ নির্বাচিত হয়েছেন’, এমন ম্যাসেজ দেখলে যেকোনো বেকার যুবক বা যুবতীর মুখে ফুটে উঠতে পারে হাসি। আবার ম্যাসেজ প্রেরকের নম্বর দেখে সৃষ্টি হতে পারে বিভ্রান্তিরও। সম্প্রতি এমনই ভুয়ো ম্যাসেজ ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে রাজ্যে। বেকার যুবক-যুবতীদের মোবাইলে পশ্চিমবঙ্গ সরকারের নাম করে এমনই ম্যাসেজ পাঠানো হচ্ছে গত কয়েকদিন ধরে। আর এই নিয়ে ধ্বন্ধ ও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে রাজ্যের চাকুরীপ্রার্থী মহলে।

গত দু-তিনদিন ধরে এরকম ম্যাসেজ পেয়েছেন রাজ্যের বিভিন্ন প্রার্থীর অনেকেই। এসএমএস সরবরাহকারী সংস্থা থেকে যেভাবে ‘বাল্ক এসএমএস’ পাঠানো হয়, এগুলিও সেভাবেই পাঠানো হয়েছে। এরকমই একটি ম্যাসেজে পশ্চিমবঙ্গ সরকারের নাম করে লেখা রয়েছে৷ ‘আপনি গ্রুপ-ডি পরীক্ষায় সফলভাবে নির্বাচিত হয়েছেন’, ‘আগামী ১৭ মার্চ নবান্নে আপনার ইন্টারভিউ হবে’। ওই দিনে ‘সমস্ত নথি সহ নবান্নে আসুন’। আর এইরকম এসএমএস পেয়ে স্বাভাবিকভাবেই অনেকেই মনে প্রশ্ন জেগেছে, ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর এমন এসএমএস কীভাবে পাঠাতে পারে রাজ্য সরকার? অনেকেই আবার ভাবছেন, এভাবে সরকারি চাকরিতে নিয়োগ হতে পারে? এই নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে রাজ্যের বিভিন্ন মহলে।

এই ঘটনার খবর রাজ্যের এক শীর্ষ আধিকারিকের কানে গেলে এই ঘটনার নেপথ্যে যাওয়ার জন্য খোঁজখবর শুরু করা হয় রাজ্য সরকার তরফে। কে বা কারা এমন ম্যাসেজ পাঠাচ্ছে, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে রাজ্যের তরফে এই ধ্বন্ধ কাটাতে বলা হয়েছে, এমন কোনও মেসেজ সরকারের পক্ষ থেকে পাঠানো হয়নি। এটি ‘ভুয়ো’ এসএমএস। রাজ্য সরকারের বদনাম করতেই কেউ বা কারা এই চক্রান্তকর কাণ্ড ঘটিয়েছে। গোটা বিষয়টি বিশদভাবে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে রাজ্য পুলিশের বিশেষ সাইবার সেল। পুলিশ সূত্রে জানা গেছে, রাজ্যবাসীর মধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই কাণ্ড ঘটানো হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশ এও জানিয়েছে, কে বা কারা এর পিছনে রয়েছে তা খুব শীঘ্রই জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − two =