‘বন্ধ’ হচ্ছে দুর্গা পুজো? ভুয়ো খবর ছড়িয়ে গ্রেফতার ২, মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর পুলিশ

কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় দুর্গাপুজো নিয়ে একটি পোস্ট ভাইরাল হয়েছে।যেখানে বলা হয়েছে, এবছর সারারাত ধরে ঘুরে প্রতিমা দেখা যাবে না। আরও বলা হয়েছে দুর্গা পুজোর দিন গুলিতে রাতে নাকি কার্ফু জারি করা হবে। কিন্তু এবার কলকাতা পুলিশের তরফ থেকে ওই পোস্টটিকে ফেক বলে ঘোষণা করা হল। পাশাপাশি কলকাতা পুলিশ জানিয়েছে দুর্গা পুজো নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

 

কলকাতা:  করোনা আবহে এবার দুর্গা পুজো বন্ধ করতে চলেছে রাজ্য সরকার! মণ্ডপে-মণ্ডপে প্রতিমা দর্শনের উপরেও থাকতে পারে নিষেধাজ্ঞা৷ সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এহেন গুজব ছড়িয়ে পড়ে৷ খবর পৌঁছে যায় খোদ মুখ্যমন্ত্রী কাছেও৷ নবান্ন থেকে সরাসরি মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, গুজব রুখতে কড়া পদক্ষেপ নিতে হবে পুলিশকে৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে পর এবার গুজব ছড়ানোর অভিযোগে উত্তর ২৪ পরগনা থেকে দু’জনকে গ্রেফতার করল পুলিশ৷

দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ২ যুবক৷ ধৃতরা উত্তর ২৪ পরগনা এলাকার বাসিন্দা৷ বরানগর ও ঘোলা থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ৷ সেই মামলা তদন্তে নেমে বারাকপুর কমিশনারেট৷ বরানগর এলাকা থেকে গতকাল রাতে সুরজিৎ চট্টোপাধ্যায় নামের এক যুবককে গ্রেফতার করা হয়৷ ঘোলা থানা এলাকা থেকে রাজু বিশ্বাস নামে আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে৷ ভারতীয় দণ্ডবিধির ৫০৫ ধারা, অর্থাৎ গুজব ছড়ানো ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার দায়ে মামলা রুজু করা হয়েছে৷ আজ ধৃতদের বারাকপুর মহাকুমা আদালতে তোলা হচ্ছে৷

কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় দুর্গাপুজো নিয়ে একটি পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে বলা হয়েছে, এবছর সারারাত ধরে মণ্ডপে-মণ্ডপে প্রতিমা দেখা যাবে না। আরও বলা হয়েছে দুর্গা পুজোর দিনগুলিতে রাতে নাকি কার্ফু জারি করা হবে৷ কিন্তু এবার কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের তরফে ওই পোস্টটিকে ভুয়ো বলে ঘোষণা করা হল৷ কলকাতা পুলিশ জানিয়েছে, দুর্গা পুজো নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷

মঙ্গলবার ভুয়ো খবরের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী৷ নবান্ন থেকে জানিয়ে দেন, ‘‘যেখানে থেকে এই মিথ্যে খরব রটেছে, তাঁদেরকে চড় মারতে হবে না৷ পুলিশ তাদের কান ধরে উঠবস করাবে, এটা আমি দেখতে চাই৷ বাংলাকে অসম্মান করার অধিকার কে দিল?’’ তিনি আরও বলেন, দুর্গাপুজো বাংলার সবচেয়ে বড় উৎসব৷ এই উৎসব নিয়ে যারা বড় বড় কথা বলছে আর মানুষে মানুষে দাঙ্গা করবার চেষ্টা করছেন তারা রেহাই পাবে না৷ তাঁর কথায় যারা এই কাজ করেছে তারা অহংকারী, নির্লজ্জ ও পাষণ্ডের দল৷

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্টটি ইতিমধ্যেই একাধিক শেয়ার হয়েছে। ফলে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে জনসাধারণের মধ্যে৷ মঙ্গলবার পশ্চিমবঙ্গ পুলিশ ফেসবুক ও টুইটারে অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে। সেখানে বড় বড় অক্ষরে ওই পোস্টের ওপর লিখে দেওয়া হয় ‘ফেক’ অর্থাৎ ভুয়ো। পাশাপাশি তাতে পুলিশের তরফে লেখা হয়েছে, ‘দুর্গাপুজো নিয়ে হোয়াটসঅ্যাপে এই গুজবটি ছড়াচ্ছে। এ রকম কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। দয়া করে মেসেজটি ফরোয়ার্ড করবেন না। এটি মিথ্যা।’

পোস্টটিতে দুর্গা পুজো সংক্রান্ত একাধিক নিয়ম লেখা হয়েছিল। ভুয়ো পোস্টে বলা হয়, সারারাত ঘুরে ঠাকুর দেখা যাবে না। পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত বিকেল পাঁচটা থেকে ভোর চারটে পর্যন্ত নাইট কার্ফু বলবৎ থাকবে। পাশাপাশি, মণ্ডপে একসঙ্গে নাকি পাঁচজনের বেশি প্রবেশ করা যাবে না এবং প্রত্যেককে থার্মাল স্ক্রিনিং করা হবে। এও লেখা ছিল, অষ্টমীর অঞ্জলিতে ফুল দেওয়া যাবে না। এখানেও শেষ নয়, প্রতিমা নিরঞ্জনের সময় শোভাযাত্রা বন্ধ রাখার কথা সেখানে জানানো হয়েছিল।

পুলিশের তরফে সাফ জানানো হয়েছে, এখনও পর্যন্ত দুর্গাপুজো সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পাশাপাশি ওই পোস্ট যে করেছে তাকে ‘কালপ্রিট’ আখ্যা দিয়ে খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য পুলিশ বিভাগ। পাশাপাশি এ ব্যাপারে মানুষকে সচেতন হওয়ার কথা বলা হয়েছে পুলিশ তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =