রতন টাটার নামের আড়ালে ভুয়ো বিনিয়োগ চক্র! সতর্ক করলেন শিল্পপতি

রতন টাটার নামের আড়ালে ভুয়ো বিনিয়োগ চক্র! সতর্ক করলেন শিল্পপতি

fake investment

নয়াদিল্লি:  ইন্টারনেটের দুনিয়ায় প্রতিপদে পাতা রয়েছে প্রতারণার ফাঁদ৷ সাইবার ক্রাইম নিয়ে বারবার সতর্ক করা হয়েছে জনগণকে৷ এবার একেবাপে টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান তথা বর্ষীয়ান শিল্পপতি রতন টাটার নামে গড়ে উঠল ভুয়ো বিনিয়োগ চক্র৷ সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে সতর্ক করেছেন খোদ রতন টাটা। কোথায়, কী ভাবে প্রতারণা চক্রের মাধ্যমে লোক ঠকানোর কারবার চলছে, সে বিষয়টি তুলে ধরেন তিনি।

ইনস্টাগ্রাম পোস্টে বর্ষীয়ান শিল্পপতি জানিয়েছেন, তাঁর নাম ব্যবহার করে একদল অসাধু ব্যবসায়ী বিনিয়োগের টোপ দিচ্ছেন৷ গোটা বিষয়টিকে বিশ্বাসযোগ্য করে তুলতে  তাঁর ভুয়ো সাক্ষাৎকারকে হাতিহার করা হচ্ছে। টাটার নামকে হাতিয়ার করে চলছে বিশ্বাস অর্জন করতে চাইছে তারা৷  এই দুষ্ট চক্রে যাতে কেউ পা না দেন, সতর্ক করেছেন রতন টাটা৷ 

সোনা আগরওয়াল নামের এক ব্যক্তি রতন টাটার একটি সাক্ষাৎকার এমন ভাবে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করেছেন, যা দেখে মনে হবে টাটা নিজে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন। ভাইরাল হওয়া ওই ভুয়ো ভিডিওটিতে দেখা গিয়েছে টাটা সোনা আগরওয়ালকে নিজের ম্যানেজার বলে পরিচয় দিচ্ছেন। একটি নির্দিষ্ট চ্যানেলে ঝুঁকি ছাড়া ১০০ শতাংশ গ্যারান্টি-সহ বিনিয়োগ করার পরামর্শও দিয়েছেন। এই ভিডিয়োটি ফেক বলেই জানিয়েছেন শিল্পপতি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 11 =