দিল্লি: করোনা ভাইরাসের জেরে একদিকে যেমন আতঙ্ক ছড়িয়েছে মানুষের মনে, ঠিক তেমনই আমজনতার সেই আতঙ্কের সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। নকল চিকিৎসক থেকে শুরু করে মাস্ক বা হ্যান্ড স্যানিটাইজারের কালোবাজারির ঘটনাও ঘটেছে দেশ জুড়ে। এবার নকল স্যানিটাইজার উৎপাদনের অভিযোগ উঠল হরিয়ানার একটি সংস্থার বিরুদ্ধে। তাদের তৈরি কয়েক হাজার স্যানিটাইজার ইতিমধ্যেই আটক করেছে ওই রাজ্যের সরকার।
করোনা ভাইরাস নিয়ে আমজনতার মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিক্রি বেড়েছে মাস্ক ও স্যানিটাইজার বিক্রি। সেই সুযোগেই এর আগে মুম্বই, এবার হরিয়ানায় জাল স্যানিটাইজার উৎপাদনকারী সংস্থাকে হাতেনাতে ধরল প্রশাসন। গুরগাঁওয়ের কাছেই গত কয়েকদিন ধরে চলছিল এই ব্যবসা। ড্রাগস কন্ট্রোল আধিকারিক আমনদীপ চৌহান জানিয়েছেন, 'আমাদের কাছে খবর আসার আগেই ওই সংস্থাটি ইতিমধ্যেই প্রায় ২,৫০০ বোতল স্যানিটাইজার বাজারে বিক্রি করেছে। খবর পাওয়া মাত্রই তাদের উৎপাদিত বাকি স্যানিটাইজারের বোতলগুলি আটক করা হয়েছে।' অন্য এক আধিকারিক রিপন মেহতার কথায়, ওই সংস্থাটি এতদিন পর্যন্ত তেল উৎপাদন করত। কিন্তু বাজারে স্যানিটাইজারের বিপুল চাহিদার জন্য সম্প্রতি স্যানিটাইজার উৎপাদন শুরু করেছিল। তিনি আরও জানিয়েছেন, সংস্থাটি স্যানিটাইজারের বোতলে আইসোপ্রপল অ্যালকোহল ভর্তি করে বাজারে বিক্রি করছিল। মাত্র ১০ দিন আগে থেকেই তারা এর উৎপাদন শুরু করেছে।
এর আগে মুম্বইয়েও নকল স্যানিটাইজার উৎপাদনের অভিযোগ উঠেছিল। তাদের উৎপাদিত প্রোডাক্টে ব্যাকটেরিয়া প্রতিরোধী উপাদান ছিল না বলেই সূত্রের খবর। অন্যদিকে করোনার প্রতিষেধক হিসেবে হোমিওপ্যাথি ওষুধ বিক্রির ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের আসানসোলে। করোনার আতঙ্কে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। যদিও পরে পুলিশের তৎপরতায় খবরটি প্রকাশ্যে আসে। তাছাড়া মাস্ক ও স্যানিটাইজার নিয়ে কালবাজারির অভিযোগ শোনা গেছে খোদ কলকাতায়। এবার গুরগাঁওয়ের ঘটনা যেন করোনা আতঙ্কে সুযোগ নেওয়া অসাধু ব্যবসায়ীদের রমরমাকে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।