মুম্বই: দেখতে দেখতে তিন বছর অতিক্রান্ত৷ ২০২০ সালের ১৪ জুন। মুম্বইয়ে বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্টের ঘর থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ৷ সেই খবর শুনে চমকে গিয়েছিল অতিমারি ও লকডাউনে ঘরবন্দি মানুষ৷ অভিনেতার রহস্যমৃত্যুতে তোলপাড় হয় বাণিজ্যনগরী৷ তবে কি আত্মঘাতী হলেন অভিনেতা? নাকি তাঁর মৃত্যুর নেপথ্যে রয়েছে কোনও ষড়যন্ত্র৷ এই রহস্য উদঘাটনে শুরু হয় তদন্তে৷
অভিনেতার পরিবারের দাবি ছিল, আত্মহত্যা নয়, খুন হয়েছেন সুশান্ত৷ তাঁর মৃত্যুর পিছনে ষড়যন্ত্র রয়েছে৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হওয়ার পর কেটে গিয়েছে তিন বছর। এরই মধ্যে বদলে গিয়েছে মহারাষ্ট্রের গদি৷ সম্প্রতি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানান, সুশান্তের মৃত্যুর ঘটনায় বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রথমে যে খবর পাওয়া যাচ্ছিল, তার সবটাই কানাঘুষো। তবে সুশান্তের মৃত্যির ঘটনায় বেশ কয়েক জন ব্যক্তি সাক্ষ্যপ্রমাণ সহ এগিয়ে এসেছেন। আমরা তাঁদের জানিয়ছি, তাঁরা যেন পুলিশের কাছে সেই সব তথ্যপ্রমাণ জমা দেন।’’ ফড়নবিশ আরও বলেন, ‘‘আমাদের হাতে যে সব প্রমাণ এসেছে, আমরা তা যাচাই করার প্রক্রিয়ার মধ্যে রয়েছি। পুরোদমে তদন্ত চলছে। সেই প্রক্রিয়া শেষ হওয়ার আগে কোনও কিছু বলে দেওয়া উচিত হবে না।’’
প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর মিলেছিল মাদকযোগ৷ গ্রেফতার করা হয় তাঁর তৎকালীন প্রেমিকা তথা লিউ ইন পার্টনার বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাইকে। প্রায় এক মাস গজেলে থাকার পর জামিন পান রিয়া। শুধু তাই নয়, সুশান্তের রহস্যমৃত্যুর বলিউডে স্বজনপোষণ বা নেপোটিজমের অভিযোগও সামনে আসে৷