টিকা কেন্দ্র খুঁজছেন? সন্ধান দেবে Facebook! ভারতকে ১কোটি ডালার অনুদান

টিকা কেন্দ্র খুঁজছেন? সন্ধান দেবে Facebook! ভারতকে ১কোটি ডালার অনুদান

নয়াদিল্লি:  রাত পোহালেই দেশজুড়ে শুরু হয়ে যাবে তৃতীয় দফার টিকাকরণ কর্মসূচি৷ ১৮ ঊর্ধ্ব সকলকেই দেওয়া হবে ভ্যাকসিন৷ কোথা থেকে পাওয়া যাবে এই ভ্যাকসিন? সেই খবর এবার জানাবে ফেসবুক৷ এই উদ্দেশে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটি চুক্তিও হয়েছে মার্ক জুকারবার্গের সংস্থার৷ কোভিডের এই সঙ্কটকালে কী ভাবে ভারতের পাশে থাকবে ফেসবুক, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়েছে৷ জানা গিয়েছে ভারতকে ১০ মিলিয়ন ডলার অনুদান হিসাবে দেবে জুকারবার্গের সংস্থা৷ কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে একথা ঘোষণাও করেছিলেন ফেসবুক-কর্ণধার৷ 

আরও পড়ুন- দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার আগে রক্তদানের অনুরোধ মন্ত্রীর!

পাশাপাশি ভারতের বেশ কিছু এনজিও-র সঙ্গেও পার্টনারশিপ করবে ফেসবুক৷ এছাড়াও ভারতীয় ইউজারদের জন্য চলতি সপ্তাহে যে অ্যাপ আনা হয়েছে তার জন্য থাকবে ‘ভ্যাকসিন ফাইন্ডার’ টুল আপডেট৷ ভারত যখন করোনার সঙ্গে যুঝছে, চারিদিকে অক্সিজেনের আকাল, বেডের সঙ্কট, ওষুধের ঘাটতি, ঠিক সেই সময় এই ঘোষণা করল ফেসবুক৷ সংস্থার তরফে জানানো হয়েছে, ‘ভ্যাকসিন ফাইন্ডার’ টুল এই সপ্তাহের মধ্যেই ভারতীয় ইউজারদের জন্য চালু হয়ে যাবে৷ এটি মিলবে ফেসবুক অ্যাপ, অ্যানড্রয়েড ফোন এবং অ্যাপল আইফোনে৷ ‘ভ্যাকসিন ফাইন্ডার’- উপলব্ধ হয়ে ১৭টি ভাষায়৷ এর জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে গাঁটছড়া বেঁধছে সোশ্যাল মিডিয়া জায়েন্ট৷ এখন প্রশ্ন হল ‘ভ্যাকসিন ফাইন্ডার’ কী কাজ করবে? আসলে এটি ইউজারদের খোঁজ দেবে নিকটবর্তী ভ্যাকসিন সেন্টারের৷ আর ফেসবুককে এই ডাটা সরবরাহ করতে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক৷

আরও পড়ুন- বেলাগাম করোনা, ৩১ মে পর্যন্ত বন্ধ আন্তর্জাতিক বিমান চলাচল

এছাড়াও ফেসবুক জানিয়েছে, এই টুলে থাকবে একটি লিঙ্ক৷ যার সাহায্যে কো-উইন অ্যাপে নাম রেজিস্টারও করা যাবে৷ নেওয়া যাবে ভ্যাকসিনের অ্যাপয়েন্টমেন্ট৷ এছাড়াও এনজিওগুলির সঙ্গে জুটি বেঁধে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হবে ওষুধ, ৫০০০-এর বেশি অক্সিজেন কনসেন্ট্রেটর এবং ভেন্টিলেটর-BiPAP মেশিনের মতো মতো জীবনদায়ী চিকিৎসা সরঞ্জাম৷ এই লক্ষ্যে ফেসবুক হাত মিলিয়েছে ইউনাইটেডওয়ে, স্বাস্থ্য, হেমকুন্ঠ ফাউন্ডেশেন, আই অ্যাম গুরগাঁও, প্রজেক্ট মুম্বই এবং ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম-এর সঙ্গে৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *