stock market
২০২৪ সালের ১০০ দিন পার। এই ১০০ দিনে একগুচ্ছ নতুন রেকর্ড করে ফেলেছে ভারতীয় শেয়ারবাজার। বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স ৭৫০০০ পয়েন্ট অতিক্রম করেছে। অন্যদিকে, নিফটি ২২,৭৫০ পয়েন্ট অতিক্রম করেছে।
একদিকে যখন বিশ্বের সমস্ত বড় অর্থনীতির দেশ মন্দায় ভুগছে, তখন ভারতীয় অর্থনীতির বিজয় রথ চলছে। যে কারণে দীর্ঘ দিনের এই সাফল্যকে দেখছেন বাজার বিশেষজ্ঞদের একটি বড় অংশ। ভারতের জিডিপি প্রবৃদ্ধিও নজরকাড়া। সবচেয়ে বড় কথা দেশের শেয়ারবাজারে ধারাবাহিকভাবে বিদেশি বিনিয়োগকারীদের আসতে দেখা যাচ্ছে। গত অর্থবছরে, বিনিয়োগকারীরা শেয়ারবাজারে ২ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছিল। সেখানে, চলতি অর্থবছরে বিনিয়োগকারীরা অলরেডি ১০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করে ফেলেছেন। এদিকে যদি গত ১০০ দিনের কথা বলা হয়, এফআইআইগুলো শেয়ারবাজারে ২১ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে। যার প্রভাব ইতিমধ্যেই দেখা গেছে বাজারে।