কবে মিলবে বকেয়া মহার্ঘ ভাতা? DA সংক্রান্ত জোড়া মামলার শুনানি

কবে মিলবে বকেয়া মহার্ঘ ভাতা? DA সংক্রান্ত জোড়া মামলার শুনানি

কলকাতা: নতুন বছর থেকে ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীরা৷ ৩ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে চলতি সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ দফতর৷ নতুন বছরে মহার্ঘ ভাতা মিললেও বকেয়া নিয়ে রয়েছে নানান অভিযোগ৷ এবার সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে জোড়া মামলার শুনানি হতে চলেছে৷

আদালত অবমাননা সংক্রান্ত মামলার শুনানি স্টেট অ্যাডমিনিস্ট্রে ট্রাইব্যুনাল বা স্যাট এবং ২০১৯ সালের ডিএ সংক্রান্ত মামলার স্যাটের মূল রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার হাইকোর্টের দ্বারস্থ হওয়া মামলার শুনানি রয়েছে৷  গত ২৩ নভেম্বর আদালত অবমাননা সংক্রান্ত মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের ১৬ ডিসেম্বরের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল৷ কিন্তু, সেই নির্দেশ এখনও কার্যকর হয়নি বলে অভিযোগ৷ সেই মামলার শুনানি রয়েছে স্যাটে৷ তবে, স্যাটের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে যেহেতু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে রাজ্য, ফলে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকায় স্যাটে আদালত অবমাননা সংক্রান্ত মামলার শুনানি অনিশ্চিত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আইনজীবী মহলের একাংশ৷

কলকাতা হাইকোর্টের নির্দেশ পর স্যাটের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা মিটিয়ে দিতে৷ ষষ্ঠ বেতন কমিশন চালু হওয়ার আগে তা মিটিয়ে দিতে হবে৷ কিন্তু, চলতি বছর থেকে ষষ্ঠ বেতন কমিশন হলেও মেলেনি মহার্ঘ ভাতা৷ স্যাটের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য সরকার৷ যদিও সেই আর্জি আগেই খারিজ করে দিয়েছিল ট্রাইবুনাল৷ আদালতের নির্দেশ কার্যকর না করার অভিযোগ তুলে অবমাননা সংক্রান্ত মামলায় ধাক্কা খেয়েছিল রাজ্য৷ ওই মামলার শুনানিতে পরে স্যাটের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, ১৬ ডিসেম্বরের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে৷ অভিযোগ, তা এখনও কার্যকর হয়নি৷ স্যাটের মূল মামলার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাইকোর্টে গিয়েছে রাজ্য৷ যদিও, হাইকোর্ট আগেই জানিয়ে দিয়েছে, মহার্ঘ ভাতা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্যাট৷

এর আগে ছ’মাসের বেতন কমিশন ঢাকঢোল পিটিয়ে কার্যকর হয়েছে ৫০ মাস অতিক্রম করে৷ ষষ্ঠ বেতন কমিশন চালু হলেও বর্ধিত বেতন থেকে উধাও ‘মহার্ঘ ভাতা’৷ এই নিয়েও শুরু হয়েছিল বিতর্ক৷ মহার্ঘ ভাতা আদৌ মিলবে কি না, এবিষয়ে গত ২৬ জুলাই ২০১৯ সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী পরিষদ পরিষদের পক্ষ থেকে দায়ের করা মামলার ভিত্তিতে মহার্ঘ ভাতা মামলার রায় ঘোষণা করে রাজ্য প্রশাসনিক ট্রাইবুনাল৷ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না৷ এই মামলায় রাজ্য প্রশাসনিক ট্রাইবুনাল চূড়ান্ত রায় দিয়েছিল গত বছর ২৬ জুলাই৷

সেই রায়ের ট্রাইবুনাল বলেছিল, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার আগে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা দিতে হবে অর্থাৎ নতুন পে কমিশনের সুপারিশ কার্যকর করার আগে৷ কিসের ভিত্তিতে এই মহার্ঘ ভাতা দিতে হবে প্রশাসনিক ট্রাইবুনাল তাদের রায়ে উল্লেখ করে দিয়েছিল৷ কিন্তু, রাজ্য সরকার সেই নির্দেশ কার্যকর করা তো দূরের কথা, এখনও পর্যন্ত কোনও তথ্য প্রকাশ করেনি৷ রাজ্য সরকার ও রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য দেওয়া হয়নি৷ এরফলে কনফেডারেশন স্যাটের রায় পালন না করার জন্য আদালত অবমাননার দায়ে করা হয়৷ রাজ্য সরকার স্যাটের রায় পুনর্বিবেচনা করার জানয়৷ রাজ্যের সেই আর্জির করে আজ স্যাটের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্য সরকারি কর্মীদের দিতেই হবে মহার্ঘ ভাতা৷ বছর শেষেই তা মিটিয়ে দেওয়ারও নির্দেশ দেয় রাজ্য প্রশাসনিক ট্রাইবুনাল৷ আদালত সাফ জানিয়ে দেয়, এই নির্দেশ এবার যদি কার্যকর না হয়, তাহলে পরবর্তী শুনানিতে চূড়ান্ত নেওয়া হবে৷ এবার সেই মামলার শুনানি হওয়ার কথা৷ তবে, সমস্যা তৈরি হতে স্যাটের রায় পুনর্বিবেচনা করে রাজ্যের তরফে হাইকোর্টে আর্জি জানানো৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 14 =