২৪ ঘণ্টার মধ্যে প্রাক্তন ছাত্রদের হস্টেল ছাড়তে বলুন, যাদবপুর কর্তৃপক্ষকে নির্দেশ হাই কোর্টের

২৪ ঘণ্টার মধ্যে প্রাক্তন ছাত্রদের হস্টেল ছাড়তে বলুন, যাদবপুর কর্তৃপক্ষকে নির্দেশ হাই কোর্টের

Ex-Students

কলকাতা: ২৪ ঘণ্টার মধ্যে হস্টেল খালি করে দিতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়াদের। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার এমনটাই নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। এদিন আদালত জানায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হস্টেলের প্রতিটি রুমে গিয়ে ঘর ফাঁকা করে দেওয়ার কথা বলবেন। ২৪ ঘণ্টার মধ্যে হস্টেল খালি করে দেওয়ার কথা জানাতে হবে ছাত্রদের৷

যাদবপুর ছাত্র মৃত্যুকাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা। সেই মামলার শুনানি ছিল মঙ্গলবার৷ সেই সময়ই প্রাক্তনীদের দখলে থাকা হস্টেলের ঘর খালি করা নিয়ে মন্তব্য করেন প্রধান বিচারপতি।

গত ৯ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিন তলার বারান্দা থেকে নীচে পড়ে গিয়ে মৃত্যু হয় প্রথম শ্রেণির এক পড়ুয়ার৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি৷ পরের দিন ভোরে হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করে বাংলা বিভাগের প্রথম বর্ষের ওই ছাত্র৷ এই ঘটনায় উঠে এসেছে র‌্যাগিংয়ের অভিযোগ৷ ঘটনার রাতে ওই ছাত্রের উপ অত্যাচার হয়েছিল বলেও অভিযোগ পরিবারের। কারণ ঘটনার সময় ওই ছাত্রের গায়ে কোনও বস্ত্র ছিল না৷ পরে তাঁকে গামছা পরিয়ে নিয়ে যাওয়া হয়৷ এই ঘটনায় থানায় এফআইআর দায়ের করা হয়। তদন্তে নেমে ছাত্রমৃত্যুর ঘটনায় প্রাক্তনী এবং পড়ুয়া মিলিয়ে ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ। দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগিংয়ের অভিযোগে শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে। বিশ্ববিদ্যালয়ের হস্টেলে কেন প্রাক্তনীরা থাকছেন, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে৷  কেন প্রাক্তনী বা অন্য ছাত্রদের অতিথি হয়ে থাকতে হবে নতুন পড়ুয়াদের, তা নিয়েও আঙুল ওঠে কর্তৃপক্ষের বিরুদ্ধে৷ অতঃপর প্রাক্তনীদের হোস্টেল খালি করার জন্য টাইমলাইন বেঁধে দিল আদালত৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *