পান্নুনকে হত্যার ছক ! আমেরিকায় ‘মোস্ট ওয়ান্টেড’-এর তালিকায় প্রাক্তন RAW কর্তা

Ex-RAW official declared wanted by FBI নয়াদিল্লি: খালিস্তানি নেতা নিজ্জর হত্যা মামলাকে কেন্দ্র করে একেবারে কলানিতে ঠেকেছে ভারত-কানাডা সম্পর্ক৷ এই আবহে আরেক খালিস্তানি নেতা গুরপতওয়ান্ত…

Ex-RAW official declared wanted by FBI

Ex-RAW official declared wanted by FBI

নয়াদিল্লি: খালিস্তানি নেতা নিজ্জর হত্যা মামলাকে কেন্দ্র করে একেবারে কলানিতে ঠেকেছে ভারত-কানাডা সম্পর্ক৷ এই আবহে আরেক খালিস্তানি নেতা গুরপতওয়ান্ত পান্নুনকে নিয়ে শুরু হল জোর তরজা৷ অভিযোগ, বিচ্ছিন্নতাবাদী এই নেতাকে হত্যার ছক কষেছিলেন ভারতের প্রাক্তন গোয়েন্দা কর্তা৷ এই ঘটনাটি ঘটার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরের সময়। এই অভিযোগে বিকাশ যাদবের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করল মার্কিন প্রশাসন ৷ (Ex-RAW official declared wanted by FBI)

মোস্ট ওয়ান্টেড বিকাশ Ex-RAW official declared wanted by FBI

জানা গিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর ‘মোস্ট ওয়ান্টেড লিস্টে’ নাম রয়েছে ‘র’  (রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং)-এর প্রাক্তন কর্তা বিকাশ যাদবের৷

মার্কিন বিচার বিভাগের তরফে শুক্রবার জানানো হয়েছে যে, ৩৯ বছর বয়সী যাদবের বিরুদ্ধে খুনের বিনিময়ে অর্থ প্রদান ও আর্থিক তছরুপ-সহ ৩টি মামলা-আনা হয়েছে। এরই মধ্যে নয়াদিল্লি থেকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাধির জয়সওয়াল জানিয়েছেন, অভিযুক্ত যাদব এখন আর ভারতের সরকারের কর্মচারী নন। এফবিআই যাদবকে পলাতক আসামিদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

গুরপতওয়ন্ত সিং পন্নুনকে হত্যার ষড়যন্ত্র

বিকাশ যাদবের বিরুদ্ধে অভিযোগ, তিনি গুরপতওয়ন্ত সিং পন্নুনকে হত্যার ষড়যন্ত্রে সামিল। প্রথম অভিযোগপত্রে তাঁকে ‘সিসি-১’ (সহ-ষড়যন্ত্রকারী) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মার্কিন বিচার বিভাগের দাবি, বিকাশের সঙ্গী নিখিল গুপ্তাকে গত বছর চেকোস্লভাকিয়া থেকে গ্রেফতার করা হয়েছে৷ বর্তমানে তিনি আমেরিকারই একটি জেলে বন্দি রয়েছেন৷ তবে এই হত্যার ষড়যন্ত্রে বড় মাথা ছিলেন বিকাশ৷  মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক বি গারল্যান্ড বলেন, ‘‘দেশের নাগরিকদের সুরক্ষার্থে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করা হবে৷’’

 

 National: India-Canada relations worsen following Nijjar’s murder. Allegations arise against former RAW official Vikas Yadav for plotting to kill Khalistani leader Gurpatwant Pannun during PM Modi’s US visit. FBI lists Yadav as a fugitive. Legal proceedings continue