‘অবিলম্বে বাতিল করুন কৃষি আইন’, প্রধানমন্ত্রীকে চিঠি প্রাক্তন বিচারপতির

‘অবিলম্বে বাতিল করুন কৃষি আইন’, প্রধানমন্ত্রীকে চিঠি প্রাক্তন বিচারপতির

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের তৈরি কৃষি আইনের বিরুদ্ধে দিল্লির সীমান্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন কয়েক হাজার কৃষক৷ কৃষক-আন্দোলনের জেরে উত্তপ্ত ছড়িয়েছে দেশের রাজনীতির অন্দরে৷ পাঞ্জাব, হরিয়ানা-সহ বিভিন্ন রাজ্য থেকে অসংখ্য কৃষক নিজেদের দাবি আদায়ের জন্য পারি দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে। অন্নদাতা কৃষকদের সঙ্গে সুর মিলিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। সেই সূত্রেই এবার কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি।

অবিলম্বে অর্ডিন্যান্স জারি করে তিনটি কৃষি আইন বাতিল করতে হবে, এমনটাই দাবি করেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু। শুধু তাই নয়, এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে ‘ভুল’ শুধরে নেওয়ার আর্জি জানিয়ে চিঠিও লিখেছেন তিনি। নিজের চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে মার্কণ্ডেয় কাটজু বলেছেন, ‘‘মানুষ মাত্রেই ভুল করেন। এটা করলে আপনার মান কমবে না। বরং মানুষ হাততালি দেবে। আপনার জনপ্রিয়তা এতে কমার বদলে অনেক অনেক বেড়ে যাবে।’’ এছাড়া কৃষকদের সমস্যার সমাধানের জন্য প্রধানমন্ত্রীকে একটি কমিশন গঠনের প্রস্তাবও দিয়েছেন তিনি।

কৃষি আন্দোলন নিয়ে কেন্দ্রের অনমনীয় মনোভাবের জেরে আরো একটা জালিয়ানওয়ালাবাগের বিভীষিকা তৈরি হতে পারে, এদিন চিঠিতে এমন উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু। তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি অবিলম্বে কৃষি আইন বাতিল না করেন, তবে আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে কৃষকরা ট্রাক্টর নিয়ে বিক্ষোভ দেখানোর যে হুমকি দিয়েছেন তা সত্যি হবে। আর তাতেই পরিস্থিতি রক্তাক্ত হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মনে করেছেন তিনি।

এদিন প্রধানমন্ত্রীকে কৃষকদের বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দিয়েছেন মার্কণ্ডেয় কাটজু। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কৃষকরা এখন সংঘবদ্ধ হয়ে উঠেছেন। তাই তাঁদের চটালে নরেন্দ্র মোদি বিপাকে পড়বেন বলে জানিয়েছেন তিনি। চিঠিতে তিনি লিখেছেন, ‘‘সরকারের উচিত অবিলম্বে অর্ডিন্যান্স জারি করে এই তিন আইন বাতিল করে দেওয়া। যদি কেউ জিজ্ঞাসা করে কেন এই আইন আনা হয়েছিল, আপনি বলতে পারেন ওটা একটা ভুল ছিল। আমরা ভুল বুঝতে পেরেছি এবং এখন তা শুধরে নিচ্ছি।’’ উল্লেখ্য ২০১১ সাল পর্যন্ত শীর্ষ আদালতের বিচারপতির ভূমিকায় কাজ করেছেন মার্কণ্ডেয় কাটজু। দেশ জুড়ে কৃষক বিক্ষোভের আবহে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তাঁর এই চিঠি বিশেষ তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 9 =