কলকাতা: চলছে ৫ জেলার ৩০ বিধানসভা কেন্দ্রে নির্বাচন৷ আশ্চর্যজনক ভাবে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা উল্লেখ করে এবার নির্বাচন কমিশনে দ্বারস্থ হতে চলেছে তৃণমূলের ১০ সংসদ৷ তোলা হচ্ছে ইভিএমে কারচুপির অভিযোগ৷
তৃণমূলের অভিযোগ, বিধানসভা কেন্দ্রে যেখানে তৃণমূলের ফলাফল ভালো হতে পারে বলে সম্ভবনা রয়েছে, সেখানেই বিকল হয়ে যাচ্ছে ইভিএম৷ কেন ইভিএম মেশিনে গোলযোগ দেখা দিচ্ছে, গোটা বিষয়টি লিখিত আকারে কমিশনে জানতে চলেছে তৃণমূলের ১০ সাংসদ৷ কেন বুথে কোথায় কী সমস্যা গোটা বিষয়টি খতিয়ে দেখে কমিশনে অভিযোগ জানানো হচ্ছে তৃণমূলের তরফে৷ দক্ষিণ কাঁথিতে মাজনায় তৃণমূল কর্মীদের অভিযোগ তৃণমূলকে ভোট দেওয়া সত্বেও ভোট পড়ছে নাকি বিজেপির প্রতীকে৷ এই নিয়েও অভিযোগ নির্বাচন কমিশনে জানাতে চলেছে তৃণমূল৷
দাঁতন বিধানসভা কেন্দ্রে তৃণমূলের অভিযোগ, বিজেপির কর্মীরা ভোটারদের আইডি কার্ড বাজেয়াপ্ত করে রেখেছে৷ মেদিনীপুর বিধানসভার ভোট নম্বর ১৭২ বুথে তৃণমূলের অভিযোগ, বিজেপির কর্মীরা বুথের মধ্যে ঢুকে পড়েছে৷ ভোটারদের ঢুকতে দেয়া হচ্ছে৷ প্রসিডিং অফিসার কে নিয়ে বিজেপি ভোট করাচ্ছে বলে তৃণমূলের অভিযোগ৷ কোথাও কোথাও কেন্দ্রীয় বাহিনী ভোটারদের বিজেপিতে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছে বলেও অভিযোগ তৃণমূলের৷ তৃণমূলের অভিযোগ, প্রচুর ইভিএম মেশিন খারাপ হয়ে গিয়েছে৷ এর পিছনে ভোট বিলম্বিত করার চেষ্টা হচ্ছে বলেও তোলা হচ্ছে অভিযোগ৷ গোটা অভিযোগ নিয়ে ১২টা নাগাদ নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের ১০ সাংসদ৷
বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ যে পাঁচ জেলার ৩০টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে, তার প্রথম দেড় ঘণ্টায় পুরুলিয়া, গরবেতা, চন্দ্রকোনা বাগমুন্ডির মতো বিভিন্ন জায়গায় ৯৩টি ইভিএম খারাপ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে মুখ্য নির্বাচনি আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে৷ ইতিমধ্যেই বেশিরভাগ জায়গায় খারাপ ইভিএমগুলি বদল করে দেওয়া হয়েছে৷ বেশ কিছু জায়গায় কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাটের ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে৷ দক্ষিণ কাঁথির একটি বুথে প্রিজাইডিং অফিসার অসুস্থ হয়ে পড়ায় ভোটগ্রহণ কিছুক্ষণের জন্য বন্ধ থাকে বলে জানা গিয়েছে৷