সরকারি চাকরি না করলেও পেনশন পাবেন প্রতিমাসে! কী ভাবে সম্ভব?

সরকারি চাকরি না করলেও পেনশন পাবেন প্রতিমাসে! কী ভাবে সম্ভব?

3 stocks recomended

 কলকাতা: সরকারীfচাকরি না করলেও মাসে মাসে পাবেন পেনশন! কিন্তু কীভাবে? 

মনে রাখবেন আজকের সঞ্চয় আপনাকে দেবে কালকের সুরক্ষিত ভবিষ্যৎ৷ আমরা কথা বলছি জাতীয় পেনশন প্রকল্প নিয়ে৷ কী এই পেনশন প্রকল্প? কীভাবে এই প্রকল্প থেকে মাসে মাসে পেনশন ঢুকতে পারে আপনার পকেটে? জাতীয় পেনশন প্রকল্প বা ন্যাশনাল পেনশন স্কিম এটি এনপিএস নামও পরিচিত৷ জাতীয় পেনশন প্রকল্প হল ভারত সরকাররে অধীনস্থ পেনশন তহবিল নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত একটি স্বেচ্ছায় অবদান প্রকল্প। এই প্রকল্পের আওতায় কোনও ব্যাক্তি চাকরি করার সময়ে অ্যাকাউন্ট খুলে অবসর সময়ের জন্য পেনশন মূলধন বা কর্পাস জমাতে পারেন। 

এর জন্য আপনাকে সরকারি চাকরি করতে হবে এমন কোনও মানে নেই৷ সরকারি, বেসরকারি কর্মী বা অন্য যে কোনও ব্যাক্তি চাইলেই এই প্রকল্পের আওতায় অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে সরকারি কর্মচারীদের এই প্রকল্পের আওতায় অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক। কীভাবে এই স্কিম পেনশন দেবে আপনাকে? এখানে নির্দিষ্ট সময় অন্তর আপনি টাকা রাখতে পারেন। যা পরে আপনি পেনশন হিসাবে পাবেন।

কী ভাবে বিনিয়োগ করবেন এনপিএস অ্যাকাউন্টে?

এনপিএস প্রকল্পের অধীনে আপনি মূলত দুই ভাবে বিনিয়োগ করতে পারেন। প্রথম হল এনপিএস প্রথম স্তর। এটি হল অবসরের পরে তহবিল গঠনের লক্ষ্যে খোলা স্থায়ী অ্যাকাউন্ট। অবসরের আগে অর্থাৎ ৬০ বছরের আগে কয়েকটি জরুরি অবস্থা, যেমন গুরুতর শারীরিক অসুস্থতা বা সন্তানের বিয়ে ইত্যাদি ছাড়া কোনও ভাবেই এই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে না। এই অ্যাকাউন্টে ন্যূনতম ১০০০ টাকা জমা দেওয়া প্রয়োজন। দ্বিতীয়টি হল এনপিএস দ্বিতীয় স্তর। এই অ্যাকাউন্টটি সেভিংস অ্যাকাউন্টের মতোই। যে কোনও আর্থিক সঙ্কটাবস্থায় লগ্নিকারীরা প্রয়োজন মতো টাকা তুলতে পারেন। ন্যূনতম ২৫০ টাকা জমা দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যায়।

জেনে রাখুন আয়কর আইন ১৯৬১-এর ধারা ৮০সিসিডি(১) অনুযায়ী এনপিএস-এ বিনিয়োগ করা টাকার উপরে কর ছাড়ের দাবি করা যায় এবং ৮০সিসিই অনুযায়ী ছাড়ের সর্বোচ্চ সীমা দেড় লক্ষ টাকা৷ ধারা ৮০সিসিডি(১বি) অনুযায়ী এনপিএস-এর প্রথম স্তরের অ্যাকাউন্টে বিনিয়োগ করলে অতিরিক্ত ৫০,০০০ টাকা আয়কর ছাড় পাওয়া যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 18 =