ঘুড়ির লেজে জড়িয়ে ১০০ মিটার উঁচুতে উড়ে গেল ৩ বছরের শিশু

রোদ ঝলমলে দিন। হাওয়ার গতিও ছিল বেশ। ঘুড়ি ওড়াবার মোক্ষম পরিস্থিতি। এদিকে শহরে করোনার প্রভাবও কমেছে অনেকটা। তাই শহরের কেন্দ্রে ঘুড়ি প্রদশর্নীর আসর বসেছিল। লাল-নীল রঙ-বেরঙের ঘুড়ি। সবাই দেখছিল দাঁড়িয়ে। হঠাৎ ঘটল অঘটন। এক ঢাউস ঘুড়ির লেজে আটকে সোজা আকাশে উড়ে গেল লিন।

 

তাইওয়ান: টেনি দা'র কথা শুনেছেন নিশ্চই? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অমর সৃষ্টি টেনি দা একবার এক ঢাউস ঘুড়ির ফাঁদে পড়ে উড়ে গিয়েছিলেন আকাশে। তা পড়ে পাঠকের বেশ মজাই হওয়ার কথা। কিন্তু সেটা যদি বাস্তবে ঘটে! ধরুন আপনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ দেখলেন আপনি ঘুড়ির সঙ্গে আকাশে উড়ছেন। না না মজার কথা নয়, এমনটাই ঘটেছে উত্তর-পশ্চিম তাইওয়ানের শহর সিঞ্চু'তে। লিন নামের এক শিশু ঘুড়ির সঙ্গে উড়ে গিয়েছিল প্রায় ১০০ মিটার উঁচুতে।

রোদ ঝলমলে দিন। হাওয়ার গতিও ছিল বেশ। ঘুড়ি ওড়াবার মোক্ষম পরিস্থিতি। এদিকে শহরে করোনার প্রভাবও কমেছে অনেকটা। তাই শহরের কেন্দ্রে ঘুড়ি প্রদশর্নীর আসর বসেছিল। লাল-নীল রঙ-বেরঙের ঘুড়ি। সবাই দেখছিল দাঁড়িয়ে। হঠাৎ ঘটল অঘটন। এক ঢাউস ঘুড়ির লেজে আটকে সোজা আকাশে উড়ে গেল লিন। সবাই যখন খেয়াল করেছে, তখন সে প্রায় ১০০ মিটার ওপরে হাওয়ায় ভাসছে।

বাতাসের গতিবেগ বেশি থাকায় ক্রমশ এদিক ওদিক হচ্ছিল ঘুড়িটি, সঙ্গে লিনও। কেউ লিনকে ছুঁতেও পারতেন না। তবুও ভয় পায়নি এই খুদে মেয়েটি। ৩০ মিটার উঁচুতে ঘুরপাক খেলেও সাহস হারায়নি সে বরং সর্বশক্তি দিয়ে ঘুড়ির লেজ ধরে থাকে লিন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এভাবে আকাশে ৩০ সেকেন্ড ভাসছিল ওই বাচ্চা মেয়েটি। অবশেষে লিনকে লুফে নেন নিচে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা। নামার সময় সামান্য আঘাত পেয়েছিল লিন, তবে এখন সুস্থ৷ পাশাপাশি ওই ঘুড়িটিকেও নামিয়ে আনতে সক্ষম হন মেলার উদ্যোক্তারা। তিন বছর মাত্র বয়স লিনের। এই বয়সেই তার উপস্থিত বুদ্ধির তারিফ করেছেন নেটিজেনরা। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেলে দ্রুত ভাইরাল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − eight =