কাশ্মীরে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, সাতসকালে খতম ৩ জঙ্গি

কাশ্মীরে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, সাতসকালে খতম ৩ জঙ্গি

 

কাশ্মীর: কাশ্মীরে ফের সেনা জওয়ানদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ৷ বৃহস্পতিবার সকালে এই সংঘর্ষে ৩ জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় জওয়ানরা। দুই দফায় সেনারা আক্রমণ করেছে বলে জানা গেছে। কুলগাম ও হান্দওয়ারা এই দুই জায়গায় সেনা অভিযান চালিয়ে জঙ্গি নিকেশ করা হয়েছে।

আজ সকালে খবর পেয়ে সেনা ও পুলিশের দল প্রথমে কুলগাম এলাকা তল্লাশি চালাতে যায়। কিন্তু তল্লাশি চলাকালীন গুলির শব্দ শোনা যায়। এরপর জানা যায় ওই গোলাগুলির মধ্যে এক জঙ্গি নিহত হয়েছে, তার বাকি ২ সঙ্গী পালিয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলেন জাওয়ানরা। সূত্রের খবর, মৃত ওই জঙ্গি হিজবুল মুজাহিদিনের সদস্য৷

অন্যদিকে, হান্দওয়ারা এলাকায় সেনা-পুলিশের টহলে হঠাৎ গোলাগুলি শুরু হয়। সংঘর্ষে দুই জঙ্গিকে নিকেশ করে সেনা জাওয়ান। জানা গেছে, এরা দুজনেই লস্কর-ই-তৈবা'র সদস্য ছিল। এদের মধ্যে একজনের পরিচয় পেয়ে জাওয়ানরা জানতে পেরেছেন৷  ওই জঙ্গি লস্করের কম্যান্ডার নাসিরুদ্দিন লোন। গত ১৮ এপ্রিল সোপারে ও ৪ মে হান্দওয়ারার সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মোট ৬ জন জাওয়ান। জানা গেছে এই দুই সংঘর্ষে জড়িত ছিল জঙ্গি নাসিরুদ্দিন লোন। গতকাল কেন্দ্রীয় সরকার কাশ্মীর থেকে আধা সেনা বাহিনী সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তার ঠিক পরের দিনই এই সংঘর্ষ ভাবাচ্ছে কেন্দ্রকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 8 =