rbi
নয়াদিল্লি: নতুন অর্থবর্ষে গ্রাহকগদের জন্য সুখবর? 5 এপ্রিল থেকে সস্তা হবে ব্যক্তিগত ঋণ? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) কী সিদ্ধান্ত নেয়, এখন সে দিকেই তাকিয়ে রয়েছে আম জনতা। আগামীকাল, ৩ এপ্রিল থেকে বৈঠকে বসছে কেন্দ্রীয় ব্যাঙ্কের মুদ্রা নীতি কমিটি। ওই বৈঠকেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর সূত্রের।
১ এপ্রিল থেকে শুরু হয়েছে ২০২৪-২৫ অর্থবর্ষ। আর ৩ তারিখ থেকে বৈঠকে বসছে RBI-এর মুদ্রানীতি কমিটি। চলতি অর্থবর্ষে এটাই প্রথম বৈঠক। যার সভাপতিত্ব করবেন আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস। বিশেষজ্ঞদের দাবি, আসন্ন এই বৈঠকে রেপো রেট কমাতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্ক। তেমনটা হলে সস্তা হবে বিভিন্ন ধরনের লোনের ইএমআই৷
দেশের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলিকে যে সুদে আরবিআই ঋণ দিয়ে থাকে, তাকে বলে রেপো রেট। দীর্ঘদিন ধরে রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ৬.৫ শতাংশ রেপো রেট রয়েছে৷ অর্থনীতিবিদদের একাংশের দাবি, এবার ০.৫ শতাংশ কমাতে পারে আরবিআই৷