elon musk
নয়াদিল্লি: দুনিয়ার অন্যতম ধনকুবের ইলন মাস্ক জানিয়েছেন তিনি শীঘ্রই ভারত সফরে আসছেন৷ ভারতে এসে সোজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি৷ কিন্তু প্রশ্ন হল মোদীর সঙ্গে এত ঘন ঘন বৈঠক কেন? ভারতে ঠিক কোথায় এবার বিনিয়োগ করার পরিকল্পনা করছেন মাস্ক? ১০ এপ্রিল রাতে নিজের এক্স হ্যান্ডেল থেকে নিজেরে ভারত সফরের বিষয়ে নিশ্চিত করেছেন এলন মাস্ক। পোস্টে টেসলার সিইও জানিয়েছেন, তিনি ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তবে বৈঠকের তারিখের বিষেয় কিছু বলেননি তিনি।
গত এক বছরে দুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন ইলন মাস্ক। তবে সম্ভবত এই প্রথম ভারতেই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করবেন ইলন মাস্ক। ইলন মাস্কের এই সফর নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। এদিকে ভারতের বাজারে টেসলার ইলেকট্রিক গাড়ি লঞ্চ করার পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলের তৃতীয় সপ্তাহে টেসলার একটি দল ভারত সফর করতে পারে, যারা ভারতে একটি উৎপাদন কারখানা স্থাপনের স্থান নির্ধারণ করতে যাচ্ছে। এদিকে মার্চেই বৈদ্যুতিক গাড়ি নিয়ে নতুন নীতি এনেছে সরকার। এই নতুন নীতি থেকে এটা স্পষ্ট যে, সরকার ভারতে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন বাড়াতে চায়। এই নীতি অনুসারে, অটোমোবাইল সংস্থাগুলি যারা ভারতে বৈদ্যুতিক যান আনতে চায়, তাদের ভারতে কমপক্ষে ৪১৫০ কোটি টাকা অর্থাৎ ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে। তাহলে কি সেখানেই বিনিয়োগ করবেন ইলন মাস্ক৷ সবটা বোঝা যাবে মোদীর সঙ্গে মাস্কের বৈঠকের পরই৷