‘নির্বাচনী বন্ড অসাংবিধানিক, বাতিল হওয়া উচিত’! লোকসভা ভোটের আগে রায় সুপ্রিম কোর্টের

‘নির্বাচনী বন্ড অসাংবিধানিক, বাতিল হওয়া উচিত’! লোকসভা ভোটের আগে রায় সুপ্রিম কোর্টের

electoral bond

কলকাতা: নির্বাচনী বন্ড সাংবিধানিক নয়৷ লোকসভা ভোটের আগে নির্বাচনী বন্ড নিয়ে তাৎপর্যপূর্ণ রায় দিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ৷ শীর্ষ আদালত সাফ জানাল, নির্বাচনী বন্ড প্রকল্প ‘অসাংবিধানিক’৷ এটি ‘বাতিল হওয়া উচিত’। পাঁচ বিচারপতির বেঞ্চ জানায়, রাজনৈতিক দলের ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে আর্থিক সাহায্য প্রদান নাগরিকের তথ্যের অধিকার লঙ্ঘন করে। এটি অসাংবিধানিক৷

২০১৮ সালে নির্বাচনী বন্ড বা ইলেকটোরাল বন্ডের প্রচলন করে কেন্দ্রীয় সরকার৷ বন্ড কেনার মাধ্যমে কোনও ব্যক্তি বা কর্পোরেট সংস্থা যে কোনও রাজনৈতিক দলকে আর্থিক সাহায্য বা অনুদান দিতে পারে৷ রাজনৈতিক দলগুলি পরে সেই বন্ড ভাঙিয়ে নেবে। কিন্তু বন্ডের মাধ্যমে কে, কত টাকা অনুদান দিচ্ছেন, সেই তথ্য প্রকাশ করা হবে না বলেও জানানো হয়। ১ হাজার টাকা থেকে ১ কোটি পর্যন্ত বন্ড কেনা যাবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে। তবে রাজনৈতিক দলগুলোর আর্থিক অনুদানের উৎস সম্পর্কে  অন্ধকারেই থাকবেন ভোটাররা৷ বৃহস্পতিবার মোদী সরকারের এই যুক্তিও খারিজ করে দেয় শীর্ষ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + six =