কী ঘটলো অর্জুন সিং’এর সাথে? বড় স্টেপ কমিশনের! দেখুন

উঃ ২৪ পরগনা: টিটাগড়ে ৪ নম্বর জলের ট্যাঙ্কের কাছে তৃণমূলের বিক্ষোভের মুখে অর্জুন সিং। রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। নির্বাচন হবে আর ব্যারাকপুরে অশান্তি থাকবে না…

উঃ ২৪ পরগনা: টিটাগড়ে ৪ নম্বর জলের ট্যাঙ্কের কাছে তৃণমূলের বিক্ষোভের মুখে অর্জুন সিং। রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।

নির্বাচন হবে আর ব্যারাকপুরে অশান্তি থাকবে না এমনটা হতে পারে না। লোকসভা ভোটকে কেন্দ্র করে ফের গন্ডগোল ব্যারাকপুরে। বিজেপি প্রার্থী অর্জুন সিংকে কেন্দ্র করে উঠল গো-ব্যাক স্লোগান। ক্ষিপ্ত জনতাকে হটাতে লাঠিপেটা বাহিনীর। ছাপ্পা ভোট হচ্ছে, এই খবর পেয়ে এসেছিলেন বলে দাবি বিজেপি প্রার্থী অর্জুনের। তারপর এলাকায় পৌঁছতেই অর্জুনকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। দেখানো হয় কালো পতাকা। অর্জুন সিং বুথের দিকে যাওয়ার চেষ্টা করলে বচসা, হাতাহাতি শুরু হয়।

একইসঙ্গে, কল্যাণীর গয়েশপুরে বিজেপির শহর মণ্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাস ও এক বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, ভোটারদের বুথে যেতে বাধা দিচ্ছে তৃণমূল। তারা প্রতিবাদ করায় হামলা চালানো হয়। কল্যাণী থানার পুলিশ আহত বিজেপি নেতাকে হাসপাতালে নিয়ে যায়। পুরোপুরি অভিযোগ অস্বীকার তৃণমূলের। আহত নেতা, কর্মীকে দেখতে কল্যাণী এইমস হাসপাতালে পৌঁছান বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি রিপোর্ট চাইল ইলেকশন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *