বিকাশকে রুখতে পঞ্চম আসনে নয়া কৌশল তৃণমূলের! টানটান লড়াই

বিকাশকে রুখতে পঞ্চম আসনে নয়া কৌশল তৃণমূলের! টানটান লড়াই

কলকাতা: জল্পনা বাড়িয়ে রাজ্যসভার পঞ্চম আসনে নির্দল প্রার্থী হচ্ছে তৃণমূলের প্রাক্তন বিধায়ক৷ চার আসনে প্রার্থীদের জেতার পর তৃণমূলের হাতে থাকা বাড়তি ভোট নির্দল প্রার্থীর সমর্থনে যেতে পারে৷ রাজ্যসভার পঞ্চম আসনে তৃণমূল প্রার্থী দেবে কি না কিংবা বাড়তি ভোট কাকে দেবে? সেই নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা৷ এবার সেই জল্পনায় জল ঢেলে  নির্দল প্রার্থী হিসাবে তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজকে সমর্থন দিতে চলেছে তৃণমূল৷

ইতিমধ্যেই তৃণমূলের তরফে ৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে৷ ঘোষিত চার তৃণমূল প্রার্থী  মনোনয়ন পেশ করেছেন৷ সংখ্যা বলছে, তৃণমূলের ঘোষিত চার প্রার্থীর জয় নিশ্চিত৷ চার জন তৃণমূল সাংসদকে জেতানোর পর তৃণমূলের হাতে বাড়তি কিছু ভোট রয়েছে৷ সেই ২৬টি বাড়তি ভোট দিয়ে এবার বামপ্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের জয়ের পথে কাটা হতে চলেছে তৃণমূল৷

তৃণমূল সূত্রে খবর, রাজ্যসভায় পঞ্চম আসনের জন্য প্রার্থী হতে চলেছেন দীনেশ বাজাজ৷ প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্দল প্রার্থী হিসেবে রাজ্যসভার পঞ্চম আসনের মনোনয়ন পেশ করবেন বলে খবর৷ তৃণমূলের হাতে থাকা বাড়তি ২৬টি ভোট দীনেশের সমর্থনে যেতে পারে বলে খবর৷ পঞ্চম আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয় নিয়ে চূড়ান্ত তৎপরতা শুরু করেছে৷ কেননা, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন৷ সেই কাজ শেষ করতে বিধানসভায় গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতিও চলছে৷ মনোনয়নপত্র জমা দেয়ার জন্য ন্যূনতম ১০ জন বিধায়কের সমর্থন লাগে৷ সেই সমর্থন জোগাড় করে তিনি এবার মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে খবর৷

গতকাল রাত পর্যন্ত পঞ্চম প্রার্থীকে কেন্দ্র করে তৃণমূল ও কংগ্রেসের একাশের মধ্যে তুমুল টানাপোড়েন তৈরি হয়৷ লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমারকে টিকিট দেওয়ার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়৷ পরে তা খারিজ হয়ে যায়৷ এরপর জোড়াসাঁকোর প্রাক্তন তৃণমূল বিধায়কের নাম নিয়ে শুরু হয় তৎপরতা৷ পঞ্চম আসনে তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী দেওয়ায় বাম প্রার্থী বিকাশরঞ্জনের রঙ্গে লড়াই হওয়ার সম্ভবনা তৈরি হয়েছে৷ কেননা, সংখ্যাতত্ত্ব বলছে, এই মুহূর্তে ৫২টি ভোট রয়েছে বাম ও কংগ্রেস শিবিরে৷ ৪৮ থেকে ৪৯টি ভোট পেলেই রাজ্যসভার সাংসদ পদ নিশ্চিত বিকাশের৷ ইতিমধ্যেই তৃণমূল চারটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে৷ বাম-কংগ্রেস জোট পঞ্চম আসনের জন্য লড়াই করছে৷ বিজেপি এখনও পার্থী না দিলেও পঞ্চম আসনে প্রতিদ্বন্দ্বিতা বাংলার রাজনীতে নতুন মাত্রা দিতে চলেছে৷ যদি তৃণমূল,  বিজেপি ও কংগ্রেসের একাংশের ভোট যদি নির্দল প্রার্থীর দিকে যায়, তবে বিকাশের সাংসদ হওয়ার সম্ভবনা কার্যত মাটি হয়ে যেতে পারে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − one =