পুরভোট সন্ত্রাস? পর্দাফাঁস করবে নির্বাচন কমিশনের নয়া পোর্টাল

পুরভোট সন্ত্রাস? পর্দাফাঁস করবে নির্বাচন কমিশনের নয়া পোর্টাল

কলকাতা: করোনা কোপে পিছিয়ে যেতে পারে পুরভোট৷ কিন্তু, পুরভোট সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে গুরুত্ব বাড়াচ্ছে রাজ্য নির্বাচন কমিশন৷ চালু হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের বিশেষ পোর্টাল৷ গত লোকসভা নির্বাচনের মতো এবারের পুরভোটেও একই পোর্টাল খোলা হতে পারে বলে খবর৷  

সেখানে প্রার্থী থেকে শুরু করে রাজনৈতিক দল ও সাধারণ ভোটার ওই পোর্টালে বিস্তারিত অভিযোগ জানাতে পারবেন৷ পোর্টাল চালু করার বিষয়ে সমস্ত জেলায় প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে বলে খবর৷ পোর্টালের নাম দেওয়া হচ্ছে ইলেকশন গ্রিভান্স ম্যানেজমেন্ট সিস্টেম বা ইজেএমএস৷

করোনার জেরে পুরভোটের দিনক্ষণ পিছিয়ে যাওয়ার সম্ভবনা তৈরি হলেও সব রকম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে কমিশন৷ পুর নির্বাচনী আধিকারিকদের কাজও প্রায় শেষের পথে৷ সেই সমস্ত কাজে নজরদারি বাড়াতেও ইজেএমএস পোর্টাল চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর৷ গত লোকসভা নির্বাচনে এমন ব্যবস্থা থাকলেও রাজ্য নির্বাচন কমিশন এই প্রথম পোর্টাল ব্যবস্থায় ঢুকতে চলেছে৷ নয়া পোর্টালে প্রযুক্তিগত সহযোগিতা করছে ওয়েবেল৷ পোর্টাল চালুর আগে পরীক্ষামূলক কাজও শুরু হয়েছে বলে খবর৷ আজ সর্বদল বৈঠকের পর তা চালু করা হতে পারে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =