মমতার আনা অভিযোগ তথ্যগত ভুল এবং ভিত্তিহীন, বয়াল নিয়ে লেখা চিঠির জবাবে কমিশন

মমতার আনা অভিযোগ তথ্যগত ভুল এবং ভিত্তিহীন, বয়াল নিয়ে লেখা চিঠির জবাবে কমিশন

কলকাতা:  রাজ্যে শুরু হয়ে গিয়েছে তৃতীয় দফা ভোটের কাউন্টডাউন৷ এর আগে দ্বিতীয় দফার ভোটে ‘এপিসেন্টার’ হয়ে ওঠা নন্দীগ্রামে দেখা গিয়েছিল তাণ্ডবের ছবি৷ উত্তপ্ত হয়ে উঠেছিল বয়াল৷ যেখানে বুথে ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে না, বহিরাগতদের তাণ্ডব চলছে বলে অভিযোগ করা হয়েছিল৷ এমনকী কেন্দ্রীয় বাহিনী যথাযথভাবে কাজ করছে না বলেও অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি নিজে ৭ নম্বর বুথে টানা ২ ঘণ্টা বসেছিলেন৷ এমনকী ওখানে বসেই চিঠি দিয়েছিলেন নির্বাচন কমিশনকে৷ যার পরিপ্রেক্ষিতে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন৷ এবার বয়াল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাব দিল নির্বাচন কমিশন৷ 

আরও পড়ুন-  ‘ভোটে হেরে কন্ডোমের দোকান দেবেন সায়নী’, বেলাগাম আক্রমণ অগ্নিমিত্রার

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে মান্যতা দিয়ে সিসিটিভি ফুটেজের তথ্য সামনে রেখে নির্বাচন কমিশন জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা অভিযোগের কোনও ভিত্তি নেই৷ তাঁর দেওয়া তথ্য সঠিক নয়৷ তৃণমূল নেত্রীর চিঠির জবাবে নির্বাচন কমিশন জানায়, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটদানে বাধা বা অভদ্র আচরণের যে অভিযোগ করা হয়েছে তার কোনও প্রমাণ মেলেনি৷ তাঁর আনা অভিযোগ তথ্যগত ভুল এবং ভিত্তিহীন৷ প্রসঙ্গত, তৃণমূলের দলীয় এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ পেয়ে বয়ালে উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে যে স্কুলে বুথ, সেই স্কুলের বারান্দায় প্রায় ২ ঘণ্টা বসেছিলেন তিনি৷ সেই সময়েই তৃণমূল ও বিজেপি সমর্থকদের বিক্ষোভে রণক্ষেত্র হয়ে ওঠে বয়াল৷ বুথে বসেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে চিঠি লেখেন মমতা৷

তার জবাবেই সময় ধরে ধরে পরিস্থিতির উল্লেখ করা হয়েছে৷ যেখানে সিসিটিভি ফুটেজের কথাও উল্লেখ করা হয়েছে৷ নির্বাচন কমিশনের সাফ জবাব ভোট গ্রহণে কোনও কারচুপি হয়নি৷ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোনও ভাবেই ভোটারদের বুথে ঢুকতে বাধা দেননি৷ বরং নিরাপত্তার আশ্বাস দেওয়া সত্ত্বেও তৃণমূলের পোলিং এজেন্ট বুথে আসতে চাননি৷ সেখানে নির্বাচন কমিশনের জোড় করার কোনও জায়গা নেই৷ বরং বুথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বসে থাকার ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন জানিয়েছে বয়ালের ঘটনায় রাজ্য জুড়ে এমনকী পশ্চিমবঙ্গের বাইরেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারত৷ তবে দক্ষ হাতে তা সামাল দেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন- নন্দীগ্রামে মমতার অভিযোগ খারিজ কমিশনের! পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের!

অন্যদিকে নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট বলে পাল্টা অভিযোগ করলেন তৃণমূল৷ কুণাল ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী যা যা অভিযোগ করেছিলেন তা সবই সত্য৷ নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট৷ মমতার দাবি, রোজ অফিসার বদল করা হচ্ছে৷ অফিসার বদলেই গতবার কোচবিহার দখল করেছিল৷ অন্যদিকে, শুভেন্দু অধিকারীর দাবি, নন্দীগ্রামের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =