কলকাতা: পঞ্চায়েত ভোটে কারা প্রার্থী হতে পারবেন, আর কারা পারবেন না, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছিল৷ সূত্রপাত বিভিন্ন সরকারি দফতরের অস্থায়ী পদে কর্মরত কিছু ব্যক্তি পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে৷ সেই ধন্দ দূর করল খোদ রাজ্য নির্বাচন কমিশন। নির্দেশিকা জারি করে কমিশন স্পষ্ট করে দিয়েছে পঞ্চায়েত নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন, আর কারা নয়। ৮ দফার নির্দেশিকা জারি করেছে কমিশন।
কমিশন স্পষ্ট জানিয়েছে, ১০০ দিনে গ্রামীণ প্রকল্পের অধীনে থাকা কোনও প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পঞ্চায়েতের প্রার্থী হতে পারবেন না। এ ছাড়া যাঁরা কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তাঁরাও পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এর সঙ্গে মিড ডে মিল প্রকল্পের অধীনে যাঁরা ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করেন তাঁরা প্রার্থী হতে পারবেন না। এ ছাড়াও সরকারি লাইব্রেরি ও কল্যাণী স্পিনিং মিলের প্রাক্তন কর্মীরাও প্রার্থী হতে পারবেন না বলে উল্লখ করা হয়েছে। এ ছাড়া যাঁরা চুক্তির ভিত্তিতে শ্রম দফতরে এটেন্ডেড হিসেবে কাজ করেন, তাঁদেরও পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার অনুমতি নেই৷
তবে এর মধ্যে স্বনির্ভর গোষ্ঠীর অধীনে থাকা প্রকল্প সহায়ক হিসাবে যাঁরা কর্মরত, তাঁরা পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হিসাবে দাঁড়াতে পারবেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>