কেন্দ্রীয় বাহিনীর থাকা খাওয়ার খরচ লাগবে, স্বরাষ্ট মন্ত্রকের কাছে বিপুল টাকা চাইল নির্বাচন কমিশন

কেন্দ্রীয় বাহিনীর থাকা খাওয়ার খরচ লাগবে, স্বরাষ্ট মন্ত্রকের কাছে বিপুল টাকা চাইল নির্বাচন কমিশন

 কলকাতা: রাজ্য পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে গোড়া থেকেই সোচ্চার হয়েছিলেন বিরোধীরা৷ মামলা গড়ায় আদালত পর্যন্ত৷ অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বাহিনী চেয়ে পাঠাতে নির্দেশ দেওয়া হয় রাজ্য নির্বাচন কমিশনকে৷ কলকাতা হাই কোর্টের সেই নির্দেশ মেনে কেন্দ্রের কাছে মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চায় কমিশন। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যে পাঠানো হয়েছে ৩৩৭ কোম্পানি বাহিনী৷ ইতিমধ্যে তাঁরে বিভিন্ন জেলায় পৌঁছে গিয়েছে। আরও ৪৮৫ কোম্পানি বাহিনী আজকালের মধ্যেই বাংলায় ঢুকে পড়বে। এরই মধ্যে বুধবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি পাঠিয়ে বাহিনীর থাকাখাওয়া বাবদ বিপুল অঙ্কের টাকা দাবি করল রাজ্য নির্বাচন কমিশন।

গত সপ্তাহেই কেন্দ্রীয় সরকারের আইনজীবী কলকাতা হাই কোর্টে অভিযোগ জানিয়েছিলেন, রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর জন্য ন্যূনতম বন্দোবস্তটুকুও করছে না। সেই অভিযোগ শোনার পরেই প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ কমিশনকে জানায়, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য ন্যূনতম বন্দোবস্ত করতে হবে কমিশনকে। সেই সংক্রান্ত রিপোর্ট হাই কোর্টে পেশও করতে হবে। এর পরেই রাজ্য নির্বাচন কমিশন বাহিনীর জন্য বন্দোবস্ত করে। সেই সঙ্গে বুধবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ডিরেক্টর সুষমা চৌহানকে একটি চিঠিও পাঠানো হয়৷ সেখানে স্পষ্ট লেখা বলেছে, বাহিনীর খোরাকি, এবং গাড়ি ভাড়া বাবদ ৩৫০ কোটি টাকা খরচ হবে। সেই টাকা যত দ্রুত সম্ভব স্বরাষ্ট্রমন্ত্রক যেন পাঠানোর বন্দোবস্ত করে।

রাজ্য নির্বাচন কমিশনের সচিব স্বরাষ্ট্র মন্ত্রকের ডিরেক্টরকে চিঠিতে  জানিয়েছেন, ‘‘এ প্রসঙ্গে আপনাকে গত ২৭ জুনের চিঠির কথা স্মরণ করাতে চাই। যেখানে আপনি ৩৩৭ কোম্পানি বাহিনীর জন্য ন্যূনতম বন্দোবস্ত করতে বলেছিলেন।” উল্লেখ্য বিষ হল, কমিশন উক্ত  চিঠিতে শুধু ৩৩৭ কোম্পানি বাহিনীর থাকা খাওয়া খরচ বাবদ  ৩৫০ কোটি টাকা চেয়ে পাঠিয়েছে। বাকি ৪৮৫ কোম্পানি বাহিনীর জন্য এই অনুপাতে আরও টাকা চাইতে পারে, তা সহজেই অনুমেয়৷ 

কোন কোন খাতে এই বিপুল অঙ্কের টাকা খরচ হবে তার একটি তালিকাও দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে- ভোটগ্রহণ ও গণনার দিন ‘ডিউটি’-র জন্য ভাতা, কেন্দ্রীয় বাহিনীর জন্য গাড়ি, লঞ্চ ইত্যাদি ভাড়া করার খরচ, গাড়ির চালাক, খালাসিদের খোরাকি, অস্থায়ী থাকার ব্যবস্থা, বাহিনীর জওয়ানদের জন্য ভাতা ইত্যাদি।

কমিশন সূত্রে খবর, সমস্ত জেলাশাসককে কমিশনের কড়া নির্দেশ, কেন্দ্রীয় বাহিনীর থাকাখাওয়া ঘোরাফেরা বাবদ কত টাকা খরচ হচ্ছে তার প্রতিটা হিসাব যেন রাখা হয়। সেই হিসাবে কোনও গলদ থাকলে চলবে না। কারণ, এই খরচের হিসাব স্বরাষ্ট্র মন্ত্রক স্ক্রুটিনি করে দেখতে পারে বলে মনে করছে কমিশন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − five =