ভোটের আগে জনতাকে ‘ঘুষ’! কেন্দ্র ও নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের | Election 2024

Election Bribery Supreme Court Ruling নয়াদিল্লি: ভোট আর উপহার, বাংলা তথা ভারতের রাজনীতিতে ভীষণ পরিচিত দুটি শব্দ৷  আর এই শব্দেই ভীষণ আপত্তি দেশের শীর্ষ আদালতের৷ …

Election Bribery Supreme Court Ruling One Nation One Election

Election Bribery Supreme Court Ruling

নয়াদিল্লি: ভোট আর উপহার, বাংলা তথা ভারতের রাজনীতিতে ভীষণ পরিচিত দুটি শব্দ৷  আর এই শব্দেই ভীষণ আপত্তি দেশের শীর্ষ আদালতের৷  (Election Bribery Supreme Court Ruling)

 

নিজের পালে জনগণকে টানতে প্রত্যেক রাজনৈতিক দলই ঢালাও প্রতিশ্রুতি, উপহারের ঝুলি নিয়ে একে-অপরকে টেক্কা দিতে শুরু করে৷  আর তাই এই প্রথা বন্ধ করতে কড়া দাওয়াই সুপ্রিম কোর্টের৷ ভোট কেন্দ্রিক উপহার বা প্রতিশ্রুতি দেওয়ার বিষয়টি যাতে নিয়ন্ত্রিত হয়, তার জন্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট৷ 

Election 2024

Election Bribery Supreme Court Ruling

সুপ্রিম কোর্টের পাঠানো নোটিসে  ভোটের আগে দেওয়া ‘উপহার’-কে ঘুষ হিসাবেই গণ্য করা হয়েছে৷ কোর্টের পর্যবেক্ষণ, রাজনৈতিক দলগুলির এই বিনামুল্যের দ্রব্য বণ্টনের প্রবণতা আদতে ভোটের আগে ঘুষ দেওয়া ছাড়া কিছুই নয়৷ বেঙ্গালুরুর বাসিন্দা শশাঙ্ক এস শ্রীধর সহ একাধিক মামলার শুনানির প্রসঙ্গে  সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বিচারপতি জে বি পারদিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চবেঞ্চ জানিয়েছে, নির্বাচনী প্যানেলের কী কর্তব্য তার রূপরেখা নির্ধারণ করে দিতে হবে৷

Context of the Ruling

প্রধান বিচারপতি চন্দ্রচূড় এদিন জানায়, কোনও রাজনৈতিক দলই যাতে নির্বাচন এবং প্রাক নির্বাচন পর্বে নানাবিধ উপহার বা বিনামূল্যে বস্তু বা পরিষেবা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিতে না পারে তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের৷  

Key Observations from the Court

Election Bribery Supreme Court Ruling Bengal bypolls central forces in Bengal unexpected election results

Implications for Political Parties

মামলাকারী শ্রীধর জানিয়েছিলেন, ভোটের আগে রাজনৈতিক দলগুলি যে ঢালাও উপহার ঘোষণা করে তার চাপ পরোক্ষে সাধারণ মানুষের পকেটের উপরেই চাপে৷  কারণ মানুষের করের টাকায় সেই সমস্ত উপহার বণ্টন করা হয়৷ এবং রাজনৈতিক দলগুলি তার ফায়দা নেয়৷ শীর্ষ আদালত জানিয়েছে, এই প্রবণতা আটকাতে নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা পদক্ষেপ উচিত৷  এমনকী কেন্দ্রেরও বিষয়টি নজর দেওয়া উচিত বলে মত আদালতের৷,

আরও পড়ুন- 

গণহত্যা মামলায় হাসিনা-সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাইবুনালের

দেশের সবচেয়ে বড় ছয় আইপিও-র মধ্যে লোকসানে পাঁচ? জানুন সত্যিটা

নভেম্বরে অবসর নেবেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়, জানিয়ে দিলেন উত্তরসূরির নাম

পার্থর সুপারিশেই প্রাথমিকে ‘অযোগ্য’দের চাকরি, তালিকা পাঠিয়েছিলেন এক আমলাকে

লক্ষ্মীপুজোয় লক্ষ্মীলাভ! DA বাড়ল সরকারি কর্মচারীদের, মিলবে বকেয়াও | DA Hike