চূড়ান্ত অমানবিক! অসুস্থ বৃদ্ধাকে তাজপুর সৈকতে ফেলে পালাল নাতি

চূড়ান্ত অমানবিক! অসুস্থ বৃদ্ধাকে তাজপুর সৈকতে ফেলে পালাল নাতি

তাজপুর:  চূড়ান্ত অমানবিক৷ গুরুতর অসুস্থ অবস্থায় ৭০ বছরের এক বৃদ্ধাকে সমুদ্রের ধারে ফেলে রেখে পালল তাঁর নাতি৷ যে সময় তাঁকে তাজপুরের সৈকত থেকে উদ্ধার করা হয়, সেই সময় ওই বৃদ্ধার হাতে ছিল স্যালাইনের চ্যানেল৷ মুখ দিয়ে ঝরছিল লালা৷ এই করুণ অবস্থার মধ্যেই তাঁকে ফেলে রেখে পালায় তাঁর নাতি৷ সারা দেশ যখন করোনার বিরুদ্ধে লড়ছে৷ আপনজনদের বাঁচাতে মানুষ অস্থিত হয়ে উঠেছে৷ তখন এই নির্মম ঘটনার সাক্ষী থাকল গোটা বাংলা৷ 

আরও পড়ুন- #ExitPolls2021: ৫ রাজ্যে শেষ একুশের বিধানসভা! কে হাসবে শেষ হাসি? কি বলছে সমীক্ষা?

বৃহস্পতিবার সন্ধ্যায় সমুদ্র সৈকতে ওই বৃদ্ধাকে দীর্ঘক্ষণ বসে থাকতে দেখে জড়ো হয় স্থানীয় মানুষ৷ তবে সাহস করে কেউ সামনে এগিয়ে যাননি৷ কোভিড পরিস্থিতিতে সকলের মনেই রয়েছে আতঙ্ক৷ তার উপর ওই বৃদ্ধার হাতে ছিল স্যালাইনের চ্যানেল৷ এরই মধ্যে কিছু যুবক সাহস করে তাঁর সঙ্গে কথা বলে জানতে পারেন, ওই বৃদ্ধার বাড়ি কলকাতার শ্যামবাজারে৷ তাঁর নাতি তাঁকে গাড়ি করে এখানে নিয়ে এসেছেন৷ কিছু কিনতে যাচ্ছে বলে এখানে নামিয়ে রেখে চলে গিয়েছে৷ আর ফেরেনি৷ অনেকেই মনে করছেন ওই বৃদ্ধা করোনা আক্রান্ত হওয়ায় তাঁর পরিবারে লোকজন এ ভাবে তাঁকে ফেলে রেখে পালিয়েছে৷ অথবা অসুস্থ হওয়ায় তাঁর দায়ভার নিতে চায়নি তাঁর পরিবার৷ তার জেরেই তাঁকে গাড়িতে চাপিয়ে তাজপুরের সমুদ্র তীরে বসিয়ে দেওয়া হয়৷ এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে৷ 

বৃদ্ধাকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় পুলিশকে৷ পুলিশ এসে ওই বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে যায়৷ এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, ‘‘ওই বৃদ্ধাকে দেখতে দূর থেকে অনেকেই ভিড় জমিয়েছিলেন৷ কিন্তু করোনার ভয়ে কেউ কাছে যাওয়ার সাহস করছিল না৷ বাধ্য হয়েই পুলিশকে খবর দেওয়া হয়৷ পুলিশ এলে পিপিই কিট পরে আমিও ওই বৃদ্ধাকে উদ্ধারে হাত লাগাই। আপাতত তাঁকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে৷’’  

আরও পড়ুন- করোনায় মৃতদের শেষকৃত্যের হয়রানি এড়াতে এবার নয়া উদ্যোগ রাজ্যের

ওই বৃদ্ধা করোনা আক্রান্ত কিনা, তা এখনও জানা যায়নি৷ তবে তিনি গুরুতর অসুস্থ৷ কে বা কারা তাঁকে এইভাবে ফেলে রেখে পালালো, তা জানার চেষ্টা করছে পুলিশ৷ ওই বৃদ্ধা অসুস্থতার কারণে স্পষ্টভাবে কিছু বলছে পারছেন না৷ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধার কথা অনুযায়ী পরিবারের লোকজনের সঙ্গে গাড়িতে চেপে তিনি তাজপুরে এসেছিলেন। বাজার করতে যাবে বলে তাঁকে সমুদ্রের ধারে বসিয়ে রেখে চলে যায় পরিবারের লোকজন। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − eight =